ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

দুঙ্গার ‍কান্ডে ক্ষুব্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
দুঙ্গার ‍কান্ডে ক্ষুব্ধ নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে বদলি হিসেবে খেলেন লিওনেল মেসি। তবে এ নিয়ে আর্জেন্টাইন অধিনায়কের কোনো আক্ষেপ নেই।

কিন্তু, মেসির ক্লাব সতীর্থ নেইমার ব্রাজিলের হয়ে বদলি হিসেবে মাঠে নামায় রীতিমত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এমনকি কোচ কার্লোস দুঙ্গাকে সাবধান করে দিয়েছেন নেইমার। ভবিষ্যতে সাইড বেঞ্চে বসে থাকাটা মেনে নেবেন না বলেও নিশ্চিত করেন ব্রাজিলিয়ান অধিনায়ক।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ের আট মিনিট আগে ডগলাস কস্তার বদলি হিসেবে নেইমারকে মাঠে নামান দুঙ্গা। তবে দলের সেরা তারকাকে শুরুর একাদশে না রাখার কারণটি জানা যায়নি। এ ম্যাচে হাল্কের একমাত্র গোলে জয় পায় সেলেকাওরা।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘সাইড বেঞ্চে বসে থেকে আমি অভ্যস্ত নই। বদলি হিসেবে খেলার কোনো ইচ্ছাই আমার নেই। সব সময়ই মূল একাদশের হয়ে খেলতে চাই। কোচ কী মনে করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তা আমার জানা নেই। তবে ভবিষ্যতে এ ধরণের পরিস্থিতি মেনে নেব না। ’

উল্লেখ্য, ভাইরাসজনিত মাম্পস রোগের কারণে বার্সেলোনার হয়ে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারেননি। গত ২৯ আগস্ট মালাগার বিপক্ষে লিগের দ্বিতীয় ম্যাচে কাতালানদের হয়ে মাঠে নামেন নেইমার। মাম্পস থেকে সেরে উঠলেও বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ব্রাজিলের অনুশীলনে তিনি কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন।

এ কারণেই হয়তো কোস্টারিকার বিপক্ষে শুরুর একাদশে না রেখে নেইমারকে খানিকটা বিশ্রামে রাখেন দুঙ্গা। কিন্তু, ব্যাপারটি যে একেবারেই মানতে পারছেন না ব্রাজিলিয়ান সেনসেশন!

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।