ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ময়মনসিংহে কাবাডি প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
ময়মনসিংহে কাবাডি প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজ ডাক বাংলা সংলগ্ন মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী।



জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিবহন মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এনামুল আরিফ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম প্রমুখ।

পরে ফুলপুর উপজেলা ও ময়মনসিংহ সদরের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। উপভোগ্যকর এ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়ে ফুলপুর উপজেলা বিজয়ী হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।