ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মেসি শূন্যতায় পেদ্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
মেসি শূন্যতায় পেদ্রো ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ এগার বছরের বন্ধন ছিন্ন করে চেলসিতে যোগ দিলেও সাবেক সতীর্থদের ভীষণ মিস করছেন পেদ্রো রদ্রিগেজ। বিশেষ করে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অভাবটা ভালোই টের পাচ্ছেন স্প্যানিশ উইঙ্গার।

অন্যদিকে, কাতালানদের বিপক্ষে কোনো প্রকার উদযাপন করবেন না বলেও তিনি নিশ্চিত করেছেন।

এ মৌসুমে ২১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চার বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমান পেদ্রো। অবশ্য, তাকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ মুহূর্তে ম্যানইউকে চমক উপহার দেয় হোসে মরিনহোর চেলসি।

ক্যারিয়ারের সিংহভাগ সময় পার করেছেন বার্সার হয়ে। সতীর্থ হিসেবে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় পেয়েছেন। দীর্ঘ সময় ধরে মেসির পাশে খেলার সুবাদে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে স্মরণ করছেন পেদ্রো। ‘আমি মেসিকে খুবই মিস করব। সে অসাধারণ একজন মানুষ। সতীর্থ হিসেবে তার তুলনা নেই। আমরা একসঙ্গে দীর্ঘ সময় পার করেছি এবং অনেক ম্যাচ খেলে অসংখ্য গোলও করেছি। সে আমাকে খুব ভালো করেই চেনে। ’

নতুন ক্লাবে সতীর্থদের মিস করার কথা তুলে ধরেন পেদ্রো। ‘চেলসির জার্সি গায়ে মাঠে নামার সময় অন্যরকম অনুভূতি আসে। মেসি, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা সহ সবাইকেই মিস করি। সৌভাগ্যবশত জাতীয় দলের হয়ে সাবেক ক্লাব সতীর্থদের সঙ্গে খেলতে পারব। ’

চ্যাম্পিয়নস লিগে প্রথম রাউন্ডের বাধা পার হলে বার্সা-চেলসি মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে পেদ্রোর ভাষ্য, ‘ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে খেলার ইচ্ছা নেই। তবে, এমন পরিস্থিতির সম্মুখীন হলেও কোনো প্রকার গোল উদযাপন করব না। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।