ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

নেইমারের জোড়ায় ব্রাজিলের উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
নেইমারের জোড়ায় ব্রাজিলের উড়ন্ত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: প্রীতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। সেলেকাওদের হয়ে জোড়া গোল করেন নেইমার।

এর মধ্য দিয়ে আমেরিকায় দুটি প্রীতি ম্যাচেই জয় পেল কার্লোস দুঙ্গার শিষ্যরা। ক’দিন আগে হাল্কের একমাত্র গোলে কোস্টারিকাকে ১-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দশ ম্যাচে জয় পেল ব্রাজিল। এ ম্যাচেও নেইমারকে বদলি হিসেবে মাঠে নামান দুঙ্গা। কোস্টারিকার বিপক্ষে ম্যাচটিতে নির্ধারিত সময়ের আট মিনিট আগে মাঠে নামানোয় পরে রীতিমত ক্ষোভ ঝেড়েছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক। কিন্তু, সেলেকাওদের কোচ তাতে কর্ণপাত করেননি।

ফক্সবোরোতে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন নেইমার। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান সেনসেশন। এর তের মিনিটের মাথায় লুকাস মৌরার পাসে  সেলেকাওদের ৩-০ গোলে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

এর আগে প্রথমার্ধের ৯ মিনিটে হাল্কের গোলে লিড নেয় ব্রাজিল। ৬৭ মিনিটে মৌরার অ্যাসিস্টে জোড়া গোল পূরণ করেন নেইমার। ইনজুরি সময়ে স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মিডফিল্ডার ড্যানিয়েল উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।