ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ভেনাসকে হারিয়ে সেমিতে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ভেনাসকে হারিয়ে সেমিতে সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা উইলয়ামস। দু’জনের মুখোমুখি লড়াইয়ের ব্যবধান বাড়িয়ে ১৬-১১ তে নিয়ে গেলেন সেরেনা।

তার সামনে এখন বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি।

ফ্ল্যাশিং মিডোতে প্রথম সেটটি দাপটের সঙ্গেই ৬-২ গেমে জিতে নেন সেরেনা। তবে পরের সেটটি ১-৬ গেমে জিতে পাল্টা জবাব দেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস। অবশ্য, শেষ সেটে ৬-৩ ব্যবধানের জয়ে শেষ চার নিশ্চিত করেন সেরেনা।

সেমিতে ইতালিয়ান রবার্তা ভিঞ্চির মুখোমুখি হবেন সেরেনা। কোয়ার্টারে ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদিনোভিককে ৩-৬, ৭-৫, ৪-৬ গেমে পরাজিত করেন ভিঞ্চি।

আর দুই ধাপ পার হলেই চতুর্থ নারী খেলোয়াড় হিসেবে বছরের চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতবেন র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা সেরেনা। এ বছর তিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের শিরোপা জেতেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।