ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সিরিয়া শরণার্থীদের সাহায্যে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
সিরিয়া শরণার্থীদের সাহায্যে পিএসজি

ঢাকা: সিরিয়ায় বর্তমান অভিবাসন সংকট মোকাবেলায় এগিয়ে আসছে ইউরোপের দেশগুলো। পাশাপাশি ইউরোপের ফুটবল ক্লাগুলোও শরণার্থীদের সাহায্যে অর্থ সহায়তা দিচ্ছে।

সর্বশেষ ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সিরিয়ার শরণার্থীদের সাহায্যে ১ মিলিয়ন ইউরো দেওয়া ঘোষণা দিয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে বর্তমানে লক্ষ্যাধিক শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। এদের সাহায্য করেত ইউএন ও ইউ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা হাত বাড়িয়ে দিয়েছে।

পিএসজি‘র আগে পর্তুগিজ ক্লাব পোর্তো ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ অর্থ সহায়তা দিয়েছে। এছাড়া ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের প্রত্যেকটি বিক্রিত টিকিটের মূল্য থেকে ১ ইউরো শরণার্থীদের সহায়তায় দেওয়া হবে।

পিএসজি’র এক বিবৃতিতে দলটির চ্যারিটি প্রেসিডেন্ট জুলিয়েন লাউপ্রেতে বলেন, ‘আমরা ইতোমধ্যে ফ্রান্সের দুর্বল শিশুদের সাহায্যে বেশ কাজ করেছি। আর এবার আমরা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে চাই। ’

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।