ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

৫ম কমনওয়েলথ ইয়ুথ গেমস

স্বর্ণ ও ব্রোঞ্জপদক জয়ীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
স্বর্ণ ও ব্রোঞ্জপদক জয়ীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়া মহাদেশের সামোয়াতে অনুষ্ঠিত ৫ম কমনওয়েলথ ইয়ুথ গেমসে বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণ ও ব্রোঞ্জপদক অর্জনকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার এক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের পক্ষে আরচারি খেলায় বালক বিভাগে মোহাম্মদ তামিমুল ইসলামকে স্বর্ণপদক এবং বালিকা বিভাগে নন্দিনী কান স্বপ্নাকে ব্রোঞ্জপদক জয়ে অভিনন্দন জানান।



বাংলাদেশের পক্ষে মোহাম্মদ তামিমুল ইসলাম বালক বিভাগে ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক এবং নন্দিনী কান স্বপ্না বালিকা বিভাগে মালয়েশিয়ার প্রতিযোগীকে হারিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

প্রধানমন্ত্রী তার পাঠানো বার্তায় বাংলাদেশ দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকেও একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ দল আগামীতেও এ জাতীয় খেলায় বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ক্রীড়াক্ষেত্রে বিশ্বের বুকে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।