ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

চেলসিকে হারাল পোর্তো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
চেলসিকে হারাল পোর্তো

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার চ্যাম্পিয়ন চেলসিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লজ্জা উপহার দিয়েছে পোর্তো। ঘরের মাঠে পোর্তো হোসে মরিনহোর চেলসিকে ২-১ গোলে হারায়।



স্বাগতিকদের হয়ে গোল করেন আন্দ্রে এবং মাইকন। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিল তারকা উইলিয়ান।

ম্যাচের শুরুর একাদশে চেলসির হয়ে মাঠে নামেন বেগোভিচ, ইভানোভিচ, জোউমা, কাহিল, আজপিলিচুয়েতা, মাইকেল, ফেব্রেগাস, রামিরেস, উইলিয়ান, পেদ্রো আর দিয়েগো কস্তার মতো তারকারা। আর পোর্তোর হয়ে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, ম্যাক্সি পেরেইরা, ব্রাহিমি, রুবেনের মতো তারকারা।

ম্যাচের ৩৯ মিনিটে লিড নেয় স্বাগতিক হিসেবে খেলতে নামা পোর্তো। দলের হয়ে গোল করেন আন্দ্রে। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় পোর্তো।

তবে, সমতায় ফিরতে সময় নেয়নি ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ব্লুজদের সমতায় ফেরান ব্রাজিল তারকা উইলিয়ান। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে আরেকবার লিড নেয় পোর্তো। রুবেনের অ্যাসিস্ট থেকে হেড করে গোল আদায় করেন মাইকন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে চেলসিকে ২-১ গোলের ব্যবধানে হার মেনে নিতে হয়।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।