ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ফন গালের সেরা পাঁচের শীর্ষে রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ফন গালের সেরা পাঁচের শীর্ষে রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: কোচিং অভিজ্ঞতায় লুইস ফন গালের তুলনা নেই। এজে, আয়াক্স, বার্সেলোনা, নেদারল্যান্ডস ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন ৬৪ বছর বয়সী এ ডাচ কোচ।

গত মৌসুম থেকে তিনি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের ভূমিকায় আছেন।

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বহু তারকা খেলোয়াড়দের তত্ত্বাবধান করেন ফন গাল। বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে তিনি ম্যানইউর এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে নিজের বক্তব্য তুলে ধরেন। সেখানে নিজের দেখা সেরা পাঁচজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেন নেদারল্যান্ডসের সাবেক এ কোচ।

এর মধ্যে অধিনায়ক হিসেবে ওয়েইন রুনিকে সবার শীর্ষে রাখেন ফন গাল। তিনি ইংলিশ মিডফিল্ডারের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তারকা লুইস ফিগো, আয়াক্সের ডাচ মিডফিল্ডার রোনাল্ড ডি বোর, বায়ার্ন মিউনিখের জার্মান ডিফেন্ডার ফিলিপ লাম ও এ মৌসুমে বায়ার্ন ছেড়ে ম্যানইউতে পাড়ি জমানো বাস্তিয়ান শোয়েইনস্টাইগার।

১৯৮৬ সালে ডাচ ক্লাব এজে’র সহকারী কোচ হিসেবে কোচিং পেশায় পা দেন ফন গাল। এরপর ১৯৯১ সালে প্রধান কোচ হিসেবে আয়াক্সের দায়িত্ব নেন। সেখান থেকে ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সার কোচের দায়িত্বে থাকেন। ওই বছরই নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ হন।

দুই বছর পর দ্বিতীয় মেয়াদে কাতালানদের কোচ হলেও ছয় মাস পরেই সরে ‍দাঁড়ান। পরে দু’বছরের বিরতীতে আবারো এজে’র কোচের দায়িত্ব নেন। সেখানে চার মৌসুম কাটানোর পর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব পান। দুই মৌসুম পরই দ্বিতীয় মেয়াদে ডাচদের কোচ হন। ব্রাজিল বিশ্বকাপের পরই রেড ডেভিলসদের কোচ হিসেবে নতুন মিশনে নামেন ফন গাল।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।