ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মেসি-নেইমারের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মেসি-নেইমারের গোলে বার্সার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের ট্রেবল জয়ী স্প্যানিশ ফেভারিট বার্সেলোনা লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে। আরেক ফেভারিট অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কাতালানরা।

দলের হয়ে গোল করেন ব্রাজিল অধিনায়ক নেইমার এবং আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি।

অ্যাতলেতিকোর ঘরের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে বার্সার হয়ে শুরুর একাদশে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামেন টার স্টেগেন, সার্জি রবার্তো, মাসচেরানো, ভারমায়েলেন, জরদি আলবা, ইনিয়েস্তা, বাসকুয়েটস, রেকিটিক, রাফিনহা, লুইস সুয়ারেজ এবং নেইমার। বদলি হিসেবে নেমেছিলেন জেরেমি ম্যাথউ এবং মেসি। এদিকে, স্বাগতিক কোচ দিয়েগো সিমিওন তার শিষ্যদের ৪-২-২-২ ফরমেশনে খেলাতে থাকেন। অ্যাতলেতিকোর হয়ে মাঠে নামেন, ও’ব্লাক, হুয়ানফ্রান, দিয়েগো গডিন, জিমিনেজ, ফিলিপ লুইজ, থিয়াগো, গ্যাবি, কোকে, অলিভার, গ্রিজম্যান, ফার্নান্দো তোরেস, ক্যারাসকো, জ্যাকসন মার্টিনেজ ও ভিয়েত্তো।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণ আর পাল্টা-আক্রমণে ম্যাচ গড়ালেও দুই দলের কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ১৫ মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বলে ক্রোয়িশিয়ান তারকা রেকিটিক শট নিলে স্বাগতিক গোলরক্ষক ও’ব্লাক তা রুখে দেন। ১৭ মিনিটে অ্যাতলেতিকোর সামনে গোলের দরজা খুলে যেতো যদি না তোরেস সুযোগ নষ্ট না করতেন আর গ্রিজম্যান অফসাইটের ফাঁদে পা না দিতেন।

বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে লিড নেয় অ্যাতলেতিকো। স্বাগতিকদের হয়ে গোল করেন তোরেস। লিভারপুলের সাবেক এ তারকা থিয়াগোর অ্যাসিস্ট থেকে বার্সার জালে বল জড়িয়ে দেন।

পিছিয়ে থেকে ম্যাচে ফিরতে মরিয়া কাতালানরা বেশি সময় নেয়নি। চার মিনিট পর খেলার ৫৫ মিনিটের মাথায় নেইমার দলকে সমতায় ফেরান। ৬০ মিনিটে রেকিটিকের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। লিভারপুলের আরেক সাবেক তারকা লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির গোলে ম্যাচের ৭৭ মিনিটে প্রথবারের মতো লিড নেয় বার্সা। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

ফলে, পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের বার্সা।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।