ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

কোচের মুখটা বুলডগের মতো: রোহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কোচের মুখটা বুলডগের মতো: রোহো ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গালের বিশেষ ট্রেনিং পদ্ধতি ও খেলার ধরনের জন্য বিশ্বব্যাপী আলাদা একটা সুনাম রয়েছে। তবে, কখনো কখনো ফুটবল বোদ্ধাদের সুনামের পাশাপাশি ফন গাল দুর্নামও কুড়িয়েছেন।

এমনকি শিষ্যরাও তাকে নিয়ে অতিষ্ঠ।

কোচ লুইস ফন গালের কোচিং পদ্ধতির ওপর চটেছেন ক্লাবের অধিকাংশ ফুটবলার। ক্যারিক, ওয়েইন রুনি আর মার্কোস রোহোরা ডাচ কোচের শাসনে রীতিমতো নাজেহাল।

এর আগে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা এই ডাচ কোচকে ‘শয়তান’ বলে অভিহিত করে বলেছিলেন, ফন গাল ভালো লোক নন। তার তুলনা হতে পারে শয়তানের সঙ্গে, অন্য কিছুর সঙ্গে নয়।

ফন গালকে রীতিমতো খারাপ ব্যক্তি হিসেবে অবহিত করেছেন রিস্টো স্টয়চকভ। বার্সেলোনার সাবেক এ বুলগেরিয়ান ফরোয়ার্ড সাবেক কোচ ফন গালকে মোটেই সম্মানের চোখে দেখেন না। ১৯৯৪ সালে বুলগেরিয়ার হয়ে প্রথম ও বার্সার তৃতীয় খেলোয়াড় হিসেবে আরাধ্য ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড জেতা স্টয়চকভ বলেছিলেন, ফন গালকে আমি কখনোই বড় করে দেখতে রাজি নই। তিনি মাঝারি মানের কোচ। বার্সা এবং ম্যানইউ দুটো ক্লাবকেই তিনি ধ্বংস করেছেন। ১৭ বছর আগে বার্সা অধ্যায়ের ইতি টানার পেছনেও ডাচ কোচকে দায়ী করেছিলেন স্টয়চকভ।

চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন ডি মারিয়া। ক্লাব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, আমি ফন গালের রোষানলের স্বীকার হয়েছি। তার জন্যই আমাকে ওল্ডট্রাফোর্ড ছাড়তে হয়েছে।

সম্প্রতি ডি মারিয়ার আর্জেন্টাইন সতীর্থ মার্কোস রোহো ফন গাল প্রসঙ্গে বলেছেন, সত্যিই তিনি শক্তিশালী ব্যক্তিত্বের একজন মানুষ। তার মুখের অবয়ব কঠিন হলেও তিনি সত্যিই একজন ভালো মানুষ। তাকে দেখে আমি বেশ ভয় পাই।

কোচের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে রোহো কুকুরের সঙ্গে ফন গলের তুলনা করেছেন। আর্জেন্টাইন এ ডিফেন্ডার বলেন, কোচের মুখটা অনেকটা বুলডগের মতো।

ফন গালের অধীনে খাঁদের কিনারা থেকে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জায়গা করে নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে। তবে, ফন গালকে সন্তুষ্ট করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে তার ছাত্রদের জন্য।

বাংলাদেশ: ১৬১০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।