ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মরিনহোকে লিভারপুলে চান জেরার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মরিনহোকে লিভারপুলে চান জেরার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ২৫ বছর ধরে প্রিমিয়ার লিগের শিরোপা খরায় ভুগছে লিভারপুল। তবে ইংলিশ লিগের অন্যতম সফল ক্লাব বলা হয় অল রেডসদের।

সর্বোচ্চ লিগ শিরোপা জয়ের পরিসংখ্যানে ম্যানচেস্টার ইউনাইটেডের (২০) পরেই লিভারপুলের অবস্থান (১৮)। কিন্তু, বর্তমান বাস্তবতা ভিন্ন। অনেকটা নিজেদের হারিয়ে খুঁজছে ইংলিশ জায়ান্টার।

‍একটা দলের সাফল্যের পেছনে কোচের ভূমিকা অপরিসীম। তাই লিভারপুলের কোচ হিসেবে হোসে মরিনহোকে চাচ্ছেন স্টিভেন জেরার্ড। তবে এটি কী আদৌ সম্ভব? দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নেওয়া পর্তুগিজ কোচ অল রেডসদের কোচ হবেন, এমন বাজির পক্ষে খুব বেশি লোক পাওয়া যাবে না!

এ মৌসুমেই অ্যানফিল্ড ছেড়ে আমেরিকার মেজর লিগ সকার ক্লাব এলএ গ্যালাক্সিতে পাড়ি জমান জেরার্ড। তবে শৈশবের ক্লাবের মায়া কী ছাড়া যায়। তাইতো লিভারপুলকে স্বরুপে ফেরাতে মরিনহোর বিকল্প দেখছেন না এ ইংলিশ মিডফিল্ডার।

ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে জেরার্ড বলেন, ‘আমার মতে, বর্তমানে লিভারপুলের যে অবস্থা তা থেকে উত্তরণের জন্য মরিনহোর বিকল্প কেউ নেই। কীভাবে কঠিন পরিস্থিতি সামলাতে হয়, তা তার চেয়ে আর কারো ভালো জানা নেই। এর আগে বেশ কয়েকবার মরিনহোর অ্যানফিল্ডে আসার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। ’

লিভারপুল কিংবদন্তি উল্লেখ করেন, ‘মরিনহোর হাত ধরে লিভারপুল সাফল্যের চূড়ায় উঠতে পারবে।   তবে এটি সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি কখনো অ্যানফিল্ডে আসবেন কিনা তা সময়ই বলে দেবে। আমার বিশ্বাস, এমনটি হলে সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।