ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

‘পাশবিক ফুটবলার’ রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
‘পাশবিক ফুটবলার’ রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে একাই ৫টি গোল করেছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের জ্বলে ওঠার দিন পর্তুগিজ এ তারকা স্ট্রাইকার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান।



রোনালদোর সতীর্থ সার্জিও রামোস খেলা দেখে এতটাই অভিভূত যে, ম্যাচ শেষে সিআর সেভেনকে ‘পাশবিক ফুটবলার’ হিসেবে উল্লেখ করেছেন। রামোসের মতে, রোনালদো যেভাবে খেলেছেন তাতে মনে হচ্ছিল তিনি জন্তু হয়ে গেছেন। তার হিংস্রতা দেখতে সত্যিই জন্তুর মতোই লাগছিল।

ম্যাচ শেষে সতীর্থদের অভিনন্দন জানাতে রামোস টুইটে লেখেন, পূর্ণ তিন পয়েন্ট অর্জন করায় আমি সকলকে অভিনন্দন জানাই। ৫ গোল করে চমৎকার খেলেছে আমাদের ‘জন্তু’ (রোনালদো)।

রামোস আরও জানান, দলের পারফর্মে আমি সত্যিই আনন্দিত। রোনালদো আমাদের স্কোর গড়তে সাহায্য করেছে। অন্যান্য ম্যাচের থেকেও এ ম্যাচটিতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার অসাধারণ পারফর্মের কারণে আমি তাকে আলাদা করে অভিনন্দন জানাচ্ছি।

এর আগে চলতি মৌসুমের দুটি ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাননি রোনালদো। সাম্প্রতিক সময়ে দেশের জার্সি গায়েও কোনো গোল পাননি তিনি। এসপানিওলের বিপক্ষে ম্যাচে একাই ৫ গোল করার পাশাপাশি বেনজেমাকে দিয়ে করিয়েছেন বাকি গোলটি। ম্যাচে ১৩ মিনিটের ব্যবধানে করেছেন হ্যাটট্রিক।

মৌসুমে প্রথমবারের মতো প্রতিপক্ষের জাল খুঁজে পেতে রোনলদোকে সময় নিতে হয় মাত্র ৭ মিনিট। সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পাওয়া পর্তুগিজ অধিনায়ক পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন। ২০ মিনিটের মাথায় আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। আর এর মধ্য দিয়ে মেসির পাশে গিয়ে বসেন তিনি। লিগ লা লিগায় মেসির সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসান রোনালদো। গত বছরের মার্চে ২৪তম হ্যাটট্রিক করে রোনালদোর রেকর্ড কেড়ে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

ম্যাচের ২৮ মিনিটে বেনজেমাকে দিয়ে গোল করিয়ে নিজে আরও দুটি গোল করেন রোনালদো। খেলার ৬১ ও ৮১ মিনিটে গোল করেন মেসির কাছে ইউরোপ সেরার পুরস্কার হাতছাড়া করা রোনালদো। রাউল গঞ্জালেসকে (২২৮টি গোল) ছাড়িয়ে রোনালদোই এখন লিগে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩০।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।