ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নারায়ণগঞ্জকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ফেনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
নারায়ণগঞ্জকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ফেনী

ঢাকা: সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইটা উত্তেজনার পারদ ছড়াবে এমনটাই প্রত্যাশা ছিল। ফুটবলবোদ্ধাদের সে আশায় গুড়েবালি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ফাইনালে একচ্ছত্র আধিপত্যে নারায়ণগঞ্জ জেলাকে ২-০ গোলে হারিয়ে স্বপ্নের শিরোপা জিতেছে ফেনী জেলা।

অপ্রত্যাশিত বৃষ্টি, জর্ডানের বিপক্ষে জাতীয় দলের প্রাক বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং জাতীয় অ্যাথলেটিক্সের কারণে ফাইনালটা ঝুলেছিল ১১ দিন। প্রবল বর্ষণের কারণে শঙ্কা ছিল আজও। শেষ অবধি ম্যাচ মাঠে গড়ানোয় যেন হাফ ছেড়ে বাঁচলেন টুর্ণামেন্ট আয়োজকরা।

ম্যাচের বয়স তখন সবে মাত্র ৫৪ মিনিট হয়েছে। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে নারায়ণগঞ্জের জালে দু’বার বল জড়িয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায় ফেনি। ৪১ মিনিটে আবসার ও ৫৪ মিনিটে সারোয়ারের গোলে ম্যাচটা বলতে গেলে সেখানেই শেষ হয়ে গেছে। তবুও ফুটবলীয় অনিশ্চয়তার কারণে তেমনটা ভাবার সুযোগ ছিল না। নারায়ণঞ্জের যুবারা পারেননি মধুর প্রত্যাবর্তন করতে।

অথচ ম্যাচের শুরুর লিডটা নেয়ার সুযোগ ছিল তাদেরই। ফেনী গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগটি নষ্ট করেন স্ট্রাইকার ইব্রাহিম। পারেননি গোলের নিশ্ছিদ্র পথ খুঁজে নিতে। শুধু ইব্রাহিমই নন, ফেনীর চোয়ালবদ্ধ রক্ষণের চিড় ধরাতে পারেননি তাদের কেউই।

তৃতীয় গোলের সন্ধান পায়নি ফেনী জেলাও। ম্যাচের শুরুতে নারায়ণগঞ্জের টুটি চেপে ধরা সেই ফেনীই পরে গোল মিসের মহড়া বসিয়েছে। আর তা না হলে বড় জয়েই শিরোপা উল্লাস করতে পারত তারা। ফলে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ফেনী জেলাকে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।