ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

জুভেন্টাসের বিপক্ষে অনিশ্চিত আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জুভেন্টাসের বিপক্ষে অনিশ্চিত আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তবে সিটিজেনদের হয়ে সার্জিও আগুয়েরোর খেলা নিয়ে সংশয় রয়েছে।

আর্জেন্টাইন স্ট্রাইকার হাঁটুর ইনজুরিতে ভুগছেন।

ইংলিশ লিগে গত শনিবার (১২ সেপ্টেম্বর) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলের জয় ‍পায় ম্যানসিটি। ওই ম্যাচে ডিফেন্ডার স্কট ড্যানের মারাত্মক ট্যাকেলের শিকার হন আগুয়েরো। হাঁটুতে আঘাত পাওয়ায় খেলার ২৫ মিনিটেই তিনি মাঠ ছাড়েন। বদলি হিসেবে মাঠে নেমে সিটিজেনদের জার্সি গায়ে কেভিন ডি ব্রুইনের অভিষেক ঘটে।

রোববার আগুয়েরোর হাঁটুতে প্রাথমিক পরীক্ষা করানো হয়। পরদিন এ নিয়ে আরো বিস্তর  বিশ্লেষণ করার কথা রয়েছে। শেষ পর্যন্ত জুভিদের বিপক্ষে আগুয়েরো খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে, মিডফিল্ডার ডেভিড সিলভা অ্যাঙ্কেল ইনজুরিতে ভুগছেন। তাই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্প্যানিশ তারকার মাঠে নামা অনিশ্চিত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।