ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শাখতারের বিপক্ষে ‘শঙ্কামুক্ত’ রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
শাখতারের বিপক্ষে ‘শঙ্কামুক্ত’ রামোস ছবি : সংগৃহীত

ঢাকা: আজ বাদে কাল চ্যাম্পিয়নস লিগের ২০১৫-১৬ মৌসুমের পর্দা উঠছে। গ্রুপ পর্বের লড়াইয়ে ইউক্রেনের শাখতার দোনেস্কের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

গ্যালাকটিকোদের অধিনায়ক সার্জিও রামোসের খেলা নিয়ে সংশয় থাকলেও তা এখন অনেকটাই কেটে গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রিয়াল ও শাখতারের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) লা লিগার ম্যাচে এসপানিওলের বিপক্ষে ইনজুরি আক্রান্ত হন রামোস। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে তিনি মাঠ ছাড়েন। তখন থেকেই তাকে ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে রোববার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন রামোস। এমনকি ইনজুরিতে ভোগা কলম্বিয়ান মিডফিল্ডার জেমস রদ্রিগেজ ও ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানিলো অনুশীলনে যোগ দেন। তবে এ দু’জন শাখতারের বিপক্ষে খেলবেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।

রিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়, খেলোয়াড়দের দু’ভাগে বিভক্ত করে অনুশীলন করানো হয়। যারা এসপানিওলের বিপক্ষে দলে ছিলেন তারা ফিটনেস ট্রেনিং করেন এবং অন্যরা দীর্ঘ সময় ধরে অনুশীলনে সময় কাটান।

জানা যায়, শাখতারের বিপক্ষে পরিপূর্ণ ফিটনেস নিয়ে মাঠে নামতে জিমে নিজেকে ঝালিয়ে নেন রামোস।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।