ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সানিয়া-পেজকে দ্রাবিড়ের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সানিয়া-পেজকে দ্রাবিড়ের শুভেচ্ছা ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রীড়া অঙ্গনে বড় অবদান রাখায় টেনিস তারকা সানিয়া মির্জা ও লিয়েন্ডার পেজকে অভিনন্দন জানিয়েছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি রাহুল দ্রাবিড়। জাতীয় দলের সাবেক এ ব্যাটসম্যান জানান, দেশের ক্রীড়াবিদদের ‘অসামান্য অনুপ্রেরণা’ যোগাচ্ছেন এ দুই অ্যাথলেট।



ব্যাঙ্গালুরু কাপের দ্বিতীয় সংস্করণে এক বক্তব্যে দ্রাবিড় বলেন, ‘সানিয়া ও পেজ শুধুমাত্র টেনিস খেলাতেই দেশের মাথা উঁচু করছেন না। ভারতের সব ক্রীড়াবিদদের এখন অনুপ্রেরণার উৎস তারা। ’

ভারতের হয়ে ওয়ানডে ও টেস্টের প্রতিটিতে ১০ হাজারি ক্লাবের এ তারকা আরো বলেন, ‘আমি মনে করি ইউএস ওপেনে মিশ্র ডাবলস ও নারী ডাবলসে তাদের অর্জন বিস্ময়কর। ’

বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনে সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে নারী ডাবলসে শিরোপা জেতেন সানিয়া। ফাইনালে তারা সাসে ডেলাকুয়া ও ইউরাস্লোভা শেভদোভাকে ৬-৩ ও ৬-৩ গেমে হারান।

অন্যদিকে মিশ্র ডাবলসে সেই হিঙ্গিসের সঙ্গে শিরোপা জেতেন অভিজ্ঞ পেজ। ফাইনালে তারা যুক্তরাষ্ট্রের মাতেক-সান্ডা ও স্যাম কুইরেকে ৬-৪, ৩-৬ ও ১০-৭ গেমে হারান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।