ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এবার পারবেন ডি মারিয়া?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এবার পারবেন ডি মারিয়া? ছবি : সংগৃহীত

ঢাকা: এক মৌসুম আগে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ছিলেন প্রাণভোমরা। মধ্যমাঠে তার আধিপত্যই লস ব্ল্যাঙ্কোসদের উপহার দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা।

গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে খেলতে না পারা ডি মারিয়া এবার ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে মাঠে নামবেন।

রিয়াল ছেড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান আর্জেন্টাইন এ তারকা। তবে, গত মৌসুমে ইংলিশ দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারেননি। ম্যানইউর কাছে তাকে হস্তান্তরের পর ভুগতে হয় রিয়ালকেও। গত মৌসুমে কোনো মেজর শিরোপাই পায়নি লা গ্যালাকটিকোরা। কোপা ডেল রে’র ফাইনালে গোল, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েও রিয়াল থেকে বেরিয়ে ম্যানইউতে নাম লেখান তিনি।

এদিকে, গতবার ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ায় আর্জেন্টাইন তারকার ইউরোপ সেরার আসরে নামা হয়নি। তাছাড়া নতুন ঠিকানা ম্যানইউতে তিনি ছিলেন নিষ্প্রভ। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলকে দারুণ মিস করছি। ’ এবারে তিনি জানালেন, গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো আমাকে কষ্ট দিয়েছে। কারণ, আমাকে ম্যাচগুলো দেখতে হয়েছে টেলিভিশনের পর্দায়। ম্যানইউতে থাকাকালীন মৌসুমটা আমার জন্য কষ্টকর ছিল। রিয়াল মাদ্রিদকে শিরোপা পাইয়ে দেওয়ার পর পরই ইউরোপ সেরার আসরে খেলতে না পারাটা আমি সহ্য করতে পারিনি।

ডি মারিয়া আরও যোগ করে বলেন, গত মৌসুমে আমি ইংলিশ প্রিমিয়ার শেষ করে দেশের দায়িত্ব পালন করতে কোপা আমেরিকায় অংশ নেই। সে সময় পিএসজি থেকে আমার কাছে প্রস্তাব আসে। আমি সব দিক চিন্তা করে ম্যানইউ ছেড়ে পিএসজিতে যোগ দেই। আর এটাই আমার সঠিক সিদ্ধান্ত ছিল।

তবে, ম্যানইউ চলতি মৌসুমে প্লে-অফ পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আসরে জায়গা করে নিয়েছে।

নতুন মৌসুমে নতুন ক্লাব পিএসজির হয়ে জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, থিয়েগো সিলভা, মারকুইনহোস, ডেভিড লুইজদের পাশে খেলতে মুখিয়ে রয়েছেন রিয়ালকে দশমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পাইয়ে দেওয়া ম্যাচের নায়ক ডি মারিয়া। এছাড়া পিএসজিতে আর্জেন্টাইন সতীর্থ ইজিকুয়েল লাভেজ্জি আর জাভিয়ের পাস্তোরেকেও পাবেন ডি মারিয়া। ২৭ বছর বয়সী আর্জেন্টাইন এ উইঙ্গারকে চার বছরের জন্য নিয়েছে পিএসজি। ৪৪.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাবটিতে আসেন তিনি।

সমর্থকরা অপেক্ষায় রয়েছেন, ডি মারিয়া পিএসজিতে গিয়ে নিজের আসন পাকাপোক্ত করতে পারেন কি না তা দেখার জন্য। আর পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের আসরে কতদূর নিয়ে যেতে পারেন সেটিও দেখার অপেক্ষায় আর্জেন্টাইন এ তারকার ভক্তরা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।