ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

পর্দা নামলো উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পর্দা নামলো উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতার ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় গত শনিবার থেকে শুরু হয়, ‘মার্সেল কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা-২০১৫’। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতার পর্দা নামে।



প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৮০টি ক্লাবের প্রায় দুই শতাধিক বডিবিল্ডার অংশ নেন। এবার ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও  ৮০+ কেজি দৈহিক ওজন শ্রেণিতে অর্থাৎ মোট ৬টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৬০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সুমন দাস। দ্বিতীয় হয়েছেন সুজন হোসেন। তৃতীয় হয়েছেন মো. রাজ্জাক এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. সাদ ওবায়েদ, মো. শক্কুর আলী ও জায়েদুল ইসলাম।

৬৫ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন আনোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন মো. রিমন। তৃতীয় হয়েছেন রনজিত চন্দ্র সরকার এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মোহাম্মদ ইসমাইল জীহাদ, রবিউল আলম ও মো. আরিফ হোসেন লিটন ।

৭০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন মো. সাইফুল ইসলাম তালুকদার। দ্বিতীয় হয়েছেন মো. শাহজালাল। তৃতীয় হয়েছেন মো. আল আমিন শরীফ এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. গোলাম মোস্তফা, মীর জাহিদ হোসেন ও মো. রাশেদ ভূঁইয়া।  

৭৫ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় হয়েছেন মো. সোহেল রানা। তৃতীয় হয়েছেন আসিফ মঈন এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. পাভেল আহমেদ, মো. মহসিন হোসেন (জয়) ও রাসেল।

৮০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সুমন দাস। দ্বিতীয় হয়েছেন মো. তানভীর রহমান। তৃতীয় হয়েছেন মো. জামাল হোসেন এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. সুজন আলী, শোভন হালদার ও মো. জোবায়ের হোসেন।

৮০+ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন রায়হানুর রহমান। দ্বিতীয় হয়েছেন সুব্রত রায়। তৃতীয় হয়েছেন অপূর্ব কুমার রায় এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. ফজলে রাব্বি, মো. নাছিমুল হক লিটন ও আসিফ।

প্রতিটি ওজন শ্রেণির প্রথম তথা মিস্টার মার্সেল খেতাব অর্জনকারী পান স্বর্ণপদক। দ্বিতীয় স্থান অর্জনকারী পান রৌপ্যপদক ও তৃতীয় স্থান অর্জনকারী পান তাম্রপদক।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী প্রত্যেককে অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয়।

সোমবার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব) মো. সুবিদ আলী ভূইয়া (পিএসসি), এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।