ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

প্রিয় ক্লাবের পারফর্মে হতাশ ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
প্রিয় ক্লাবের পারফর্মে হতাশ ম্যারাডোনা ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মাঠ কাপিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। পিছিয়ে ছিলেন না ক্লাবের পারফরম্যান্সেও।

২১ বছরের ক্লাব ক্যারিয়ারে বিভিন্ন দলের হয়ে খেললেও ফুটবলের ঈশ্বর সবচেয়ে সফল ছিলেন নাপোলিতে। তবে দলটির বর্তমান নাজুক অবস্থায় ব্যাপক হতাশ তিনি।

ইতালিয়ান জায়ন্ট ক্লাবটির এমন অবস্থার জন্য সাবেক আইকন এ ফুটবলার অবশ্য দলটির বর্তমান কোচ মাউরিজিও সারিকে দায়ী করেছেন। রাফায়েল বেনিতেজের পর দায়িত্ব নেওয়া সারি ২০১৫-১৬ মৌসুমে এখনও জয়ের দেখা পাননি।

সিরিআ লিগে নিজেদের প্রথম ম্যাচে নাপোলি সাসোউলোর বিপক্ষে হার দিয়ে মৌসুম শুরু করে। পরবর্তী দুটি ম্যাচে এম্পোলি ও সাম্পদোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে।

ম্যারাডোনা নাপোলির খারাপ সময়েও সতর্ক ছিলেন। আর সাবেক আলবেসেলিস্তা অধিনায়কের অসাধারণ পারফর্মে দলটি ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে সিরিআ শিরোপা জেতে। সেই সঙ্গে ১৯৮৯-৮৯ মৌসুমে উয়েফা কাপও নিজেদের ঘরে তোলে নাপোলি।

ম্যারাডোনা মনেকরেন সারি নাপোলির জন্য যোগ্য নন। আর সাবেক দলটির ভবিষ্যত নিয়ে শঙ্কিতও তিনি।

ম্যরাডোনা বলেন, ‘সারির জন্য আমার যথেষ্ট সম্মান রয়েছে। তবে তার দ্বারা নাপোলি জয়ের ধারায় থাকতে পারবে না। এই দলের জন্য বেনিতেজই সেরা। সে এখন রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছে। আর পুরো বিশ্ব ফুটবলে তার দক্ষতা অসাধারণ। ’

১৯৮৬ বিশ্বকাপা জয়ী এ কিংবদন্তি আরো বলেন, ‘তিন খেলায় নাপোলির দুই পয়েন্টে আমি হতাশ। দলের খেলার ধরন অপছন্দনীয়। তাই এই দল নিয়ে ভালো কিছু আশা করা যায় না। গত মৌসুমেও তারা ভালো করতে পারেনি। আর এবারও তাদের অবস্থা খুবই খারাপ। আমি এ ব্যাপারে রাগান্বিত কারণ দলটির এমন পারর্ফম হতাশাজনক। ’

 ম্যারাডোনা ১৯৮৪ থেকে ৯১ পর্যন্ত নাপোলির হয়ে ২৫৯টি ম্যাচ খেলেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা এ তারকা ১১৫টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।