ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

‘আত্মজীবনী বিক্রি করতে চাচ্ছেন জেরার্ড’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
‘আত্মজীবনী বিক্রি করতে চাচ্ছেন জেরার্ড’ ছবি: সংগৃহীত

ঢাকা: কিছুদিন আগে নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন সাবেক ইংল্যান্ড ‍অধিনায়ক স্টিভেন জেরার্ড। বইটিতে বিভিন্ন দিকের পাশাপাশি সাবেক লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজের দুর্নাম করেছেন জেরার্ড।

তবে ইংলিশ কিংবদন্তির প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বেনিতেজ জানিয়েছেন, বই বিক্রি করার জন্যই এমনটি করছেন তিনি।

জেরার্ড তার বইতে লিখেন, বেনিতেজ লিভারপুলের কোচ থাকাকালে তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। আর এ ঘটনার জন্য বেনিতেজকে দায়ী করেছেন জেরার্ড।

স্প্যানিশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে বেনিতেজ বলেন, ‘আমার কাছে জেরার্ডের মূল্যায়ন অনেক ছিল। আর আমি তাকে যথেষ্ট সম্মানও করতাম। যা আমি লিভারপুল ও সমর্থকদের করেছিলাম। আমি মনে করি এ ব্যাপারটি নিয়ে চিন্তার কিছু নেই। ’

তিনি আরো বলেন, ‘তিনি একটি আত্মজীবনী বের করেছেন। আর আমি বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ। তাই তিনি বইটি বিক্রি করার জন্যই এমনটি লিখেছেন। ’

বেনিতেজ অ্যানফিল্ডে থাকাকালে ২০০৫ সালে অল রেডসরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে। সেবার এসি মিলানের বিপক্ষে ফাইনালে পেনাল্টি শুটআউটে দারুণ পারর্ফম করেন বর্তমানে লা গ্যালাক্সিতে খেলা জেরার্ড। একই মৌসুমে দলটি এফএ কাপও জেতে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।