ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

জাভির ফন গাল স্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জাভির ফন গাল স্তুতি ছবি : সংগৃহীত

ঢাকা: দুই মেয়াদে বার্সেলোনার কোচ ছিলেন লুইস ফন গাল। ডাচ কোচের অধীনেই বার্সার মূল দলে জাভি হার্নান্দেজের অভিষেক ঘটে।

তাই সাবেক গুরুকে স্প্যানিশ মিডফিল্ডার ভালো করেই চেনেন। মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে ফন গালকে রীতিমত প্রশংসায় ভাসান জাভি। তাকে এক কথায় স্পষ্টভাষী ও সৎ লোক হিসেবে আখ্যায়িত করেন।

এ মৌসুমেই ২৪ বছরের বার্সা অধ্যায়ের ইতি টানেন জাভি। যোগ দেন কাতারের আল সাদ ক্লাবে। ১৯৯১ সালে তিনি কাতালানদের বয়সভিত্তিক দলে নাম লেখান। সাত বছর পর মূল দলে অভিষেক ঘটে। বিদায়ী মৌসুমে ট্রেবল জয়ের মধ্য দিয়ে ন্যু ক্যাম্প থেকে রাজকীয় বিদায় নেন কিংবদন্তি এ মিডফিল্ডার।

অন্যদিকে, ১৯৯৭ সালে ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে বার্সার কোচের দায়িত্ব নেন ফন গাল। তিন মৌসুম কাটানোর পর নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ হন। দু’বছর পর আবারো ন্যু ক্যাম্পে ফেরেন। অবশ্য দ্বিতীয় মেয়াদে মাত্র ছয় মাস থেকেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

ফন গালের অধীনে খেলার সময়ের স্মৃতিচারণা করেন জাভি। ‘আমি একটি বিশেষ কারণে ফন গালকে সব সময়ই স্মরণ করি। তিনি অনেকটা স্পষ্টভাষী এবং ব্যক্তি হিসেবে সৎ। একদিন আমাকে দলের সবার সামনেই উপহাস করেছিলেন। তবে পরবর্তীতে তিনিই আমাকে বলেছিলেন, আমিই হবো পরবর্তী জিদান। ’

সাবেক বার্সা তারকা উল্লেখ করেন, ‘ফন গাল ভরসা রেখেছেন বলেই ১৮ বছর বয়সে বার্সার মূল দলে আমার অভিষেক ঘটে। কীভাবে সেরাটা বের করে আনতে হয় তা তিনি ভালো করেই জানেন। তিনি সত্যিই একজন অসাধারণ কোচ। ’

সাম্প্রতিক সময়ে ফন গালের সঙ্গে ডেভিড ডি গিয়া, ভিক্টর ভালদেসের দ্বন্দ্বের বিষয়টি বেশ আলোচিত হয়। এ নিয়েও কথা বলেন জাভি। ‘আমি জানি না ফন গালের সঙ্গে ভালদেস, ডি গিয়ার কি হয়েছে। ভালদেসকে তিনিই ওল্ড ট্রাফোর্ডে আনেন। কিন্তু, পরবর্তীতে হয়তো দু’জনের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়। আমি নিশ্চিত যে, ডি গিয়া তার ক্লাব ছাড়ার গুজবে ফন গালের মুখোমুখি হয়েছিল। যদিও বিষয়টি এখন অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যাই হোক, আমার মতে ডাচ কোচ ভুল করার পাত্র নন। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।