ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

লড়াই করতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
লড়াই করতে চায় বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: এক মাসও হয়নি সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সাফ জয়ের মনোবলটা তাজা থাকতে গোলাম জিলানীর দল এবার আরেকটি কঠিন পরীক্ষার দ্বারপ্রান্তে।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা পেতে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে লাল-সবুজ জার্সিধারীদের অভিযান।

এ যাত্রায় শুরুতেই স্বাগতিক শিবিরের প্রতিপক্ষ শক্তিশালী সৌদি আরব। ‘ডি গ্রুপের বাছাইপর্বের এই লড়াইয়ের মঞ্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

অবশ্য বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়ানোর আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। যে কারণে গ্রুপটা পরিণত হয়েছে তিন দলের। গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে যোজন-যোজন এগিয়ে দল দুটো। সেখানে জয়ের তাড়নাটা ভেতরে চেপেই রেখেছে বাংলাদেশ। শুধু সৌদি আরবের বিপক্ষে সেরাটা খেলার অঙ্গীকার জিলানী ও তার ছাত্রদের।

প্রস্তুতিটাও দারুণ হয়েছে শাওন, ফয়সাল, জুয়েলদের। সাফ মিশনের সফল অভিযানের পর সিলেট একাডেমিতে যথেষ্ট পরিশ্রম করেছে জিলানির শিষ্যরা। নিজেদের উঠোনে, পরিচিত দর্শকদের সামনে লড়াই। এএফসি চ্যাম্পিয়নশিপ অভিযান শুরুর জন্য এরচেয়ে ভালো প্রস্তুতি ও ভেন্যু পেতে পারত না বাংলাদেশ।

পক্ষান্তরে, ভিন্নচিত্র সৌদি আরবের দৃশ্যপটে। প্রতিকূল পরিবেশ, স্বাগতিক প্রতিপক্ষের সঙ্গে প্রথম ম্যাচ বলে সৌদি একটু আগেই চলে এসেছে ঢাকায়। পর্যাপ্ত অনুশীলনের সুযোগও পেয়েছেন মোহাম্মেদ আল আবদালীর শিষ্যরা। তবে বাংলাদেশকে সমীহ করছেন তারা।

অবশ্য জয়ের কথা চাপা রাখলেও সৌদির বিপক্ষে সেরাটা খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ কোচ জিলানী। বলেছেন, ‘এশিয়ার দুই সেরা দল সৌদি আরব এবং আরব আমিরাত আমাদের গ্রুপে পড়েছে। শক্তিমত্তায় ওরা অনেক এগিয়ে। ওদের বিরুদ্ধে আশা করি আমার দল ভালো খেলবে। শারীরিক এবং মানসিকভাবে খেলোয়াড়রা প্রস্তুত আছে। আর টুর্নামেন্ট হচ্ছে আমাদের দেশে। আমরা লড়াই করতে চাই। ভালো খেললে পজিটিভ রেজাল্ট অবশ্যই আসবে। ’

বাছাইপর্বের অভিযান বাংলাদেশের জন্য আরো কঠিন হওয়ার কারণ পূর্ণ শক্তির দল না পাওয়া। ওই আক্ষেপটা আছে জিলানীর কণ্ঠে। চোটের কারণে লড়াইয়ের আগেই ছিটকে গেছেন প্রাণভোমরা আতিকুজ্জামান, বয়সের গ্যাড়াকলে দর্শক হয়ে থাকতে হচ্ছে সাদ এবং খলিলকে। সবমিলিয়ে দলে যে একটা ঘাটতির জায়গা তৈরি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তবে সেরা দল নিয়ে মাঠে নামতে না পারলেও সংবাদ সম্মেলনে এএফসিতে ভালো করার প্রতিশ্রুতি পাওয়া গেছে অধিনায়ক শাওন হোসেনের গলায়। তবে জয়ের কোনা বিকল্প ভাবছেন না সৌদি কোচ মোহাম্মেদ আল আবদালী এবং অধিনায়ক নাইফি আল মাসও।

প্রসঙ্গত, এএফসির বাছাইপর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার কথা বাংলাদেশ টেলিভিশনের। লড়াইকে প্রাণবন্ত করতে এবং দর্শকখরা দূর করতে স্কুলের ছাত্রদের জন্য ম্যাচটা বিনামূল্যে দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
আরএসএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।