ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ম্যানসিটিকে হারিয়ে জুভিদের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ম্যানসিটিকে হারিয়ে জুভিদের উড়ন্ত সূচনা ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠেই হারের হতাশায় ডুবলো সিটিজেনরা।

অন্যদিকে, আত্মঘাতী গোলে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়ে গত আসরের রানার্সআপরা।

ইনজুরির কারণে ম্যানসিটির হয়ে শুরুর একাদশে ছিলেন না সার্জিও আগুয়েরো। অন্যদিকে, অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামে পিরলো-তেভেজ-ভিদালহীন জুভেন্টাস।

ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। ইংলিশ লিগে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে দুর্দান্ত ফর্মে থাকা সিটিজেনরা যেন নিজেদের ছায়া হয়ে থাকে। এ নিয়ে টানা পাঁচ মৌসুম নিজেদের মাঠে প্রথম ম্যাচেই জয় বঞ্চিত থাকল ম্যানসিটি। প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে দু’টি গোলের সুযোগ মিস করেন স্ট্রাইকার রাহিম স্টার্লিং ও উইলফ্রেড বনি।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে নিজেদের জালেই বল পাঠান জুভিদের ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। এরই সুবাদে লিড নেয় ম্যানসিটি। তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি জুভিরা। ১৩ মিনিট পর ফ্রেঞ্চ তারকা পল পগবার পাসে গোল পরিশোধ করেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মান্দজুকিচ।

নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে স্বাগতিকদের হতাশায় ডোবান স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার গোলেই ইতালিয়ান জায়ান্টদের জয় নিশ্চিত হয়। পিছিয়ে পড়ার দু’মিনিটের মাথায় সামির নাসরির বদলি হিসেবে আগুয়েরোকে মাঠে নামান ম্যানুয়েল পেলেগ্রিনি। কিন্তু, তাতেও সিটিজেনদের শেষ রক্ষা হয়নি।

রেফারি শেষ বাঁশি বাজানোর আগ পর্যন্ত সমতায় ফেরার শত চেষ্টা করেও জুভিদের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেননি আগুয়েরো-তোরে-সিলভা-ডি ব্রুইনরা। অন্যদিকে, উড়ন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।