ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

গ্রিজম্যানের জোড়ায় অ্যাতলেতিকোর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
গ্রিজম্যানের জোড়ায় অ্যাতলেতিকোর জয় ছবি: সংগৃহীত

ঢাকা: জয় দিয়ে নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করল স্প্যানিশ ফেভারিট অ্যাতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারেকে।

দলের হয়ে দুটি গোলই করেন ফরাসি তারকা স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।

গ্রুপ ‘সি’র ম্যাচে প্রথমার্ধ থেকেই দুটি গোল আদায় করে স্প্যানিশ জায়ান্টরা। ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপরা ম্যাচের ১৮ মিনিটের মাথায় প্রথম লিড নেয়। ইস্তানবুলের তুর্ক টেলেকম অ্যারেনার মাঠে আতিথ্য নেওয়া অ্যাতলেতিকোকে লিড পাইয়ে দিতে গ্রিজম্যান গোল করেন। সতীর্থ হুয়ানফ্রানের বাড়িয়ে দেওয়া বলে জোরালো শট নিয়ে গোলটি করেন ফরাসি তারকা।

২৫ মিনিটের মাথায় আবারো গোল করেন গ্রিজম্যান। নিজের ও দলের দ্বিতীয় গোলটি করতে এবারে তিনি সহায়তা পান দিয়োগো গডিনের। কোকের ক্রস থেকে প্রথমে বল পান গডিন। সেখান থেকে তিনি বল বাড়িয়ে দেন গ্রিজম্যানকে লক্ষ্য করে। আর সেখান থেকে গ্যালাতাসারের জালে দ্বিতীয়বার বল জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান।

২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া অ্যাতলেতিকোকে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে দেয়নি তুর্কি ক্লাবটি। তবে, ২-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিমিওনের অ্যাতলেতিকো।

এই গ্রুপের অন্য ম্যাচে জয় পেয়েছে বেনফিকা। নিজেদের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে কাজাখস্তানের আসটানাকে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।