ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

প্রত্যাশিত জয়ে শুরু বায়ার্নের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
প্রত্যাশিত জয়ে শুরু বায়ার্নের ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মিশনে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওলার শিষ্যরা অলিম্পিয়াকোসকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে।



বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন প্রত্যাশিত জয় তুলে নিলেও মোটেই সহজ করে পূর্ণ তিন পয়েন্ট নিতে পারেনি। প্রথমার্ধে দলটি আক্রমণের ডালা সাজিয়ে বসলেও কোনো গোলের দেখা পায়নি। স্বাগতিক অলিম্পিয়াকোসের বিপক্ষে তাই কোনো গোল না নিয়েই বিরতিতে যায় আতিথ্য নেওয়া বায়ার্ন।

বিরতির পর স্বাগতিকদের জালে তিনবার বল জড়ালেও তার শেষ দুটি আসে শেষ তিন মিনিটে। দলের হয়ে জোড়া গোল করেন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির তারকা থমাস মুলার। বাকি গোলটিও আসে আরেক বিশ্বচ্যাম্পিয়ন থেকে। মারিও গোতজে বাকি গোলটি করেন।

ম্যাচের ৫২ প্রথম লিড নেয় গার্দিওলা শিষ্যরা। ৪-৩-৩ ফরমেশনে খেলা বায়ার্নের হয়ে প্রথম গোল করেন মুলার। আরতুরো ভিদালের অ্যাসিস্ট থেকে গোলটি করে মুলার।

৮৯ মিনিটের মাথায় কিংসলে কোমানের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন গোতজে। দ্বিতীয়ার্ধের যোগকরা অতিরিক্ত সময় থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন মুলার। তবে, এটি পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে করা মুলারের গোল।

৩-০ গোলে জয়ের ম্যাচে বায়ার্নের হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নুয়ের, ফিলিপ লাম, বোয়েতাং, আলাবা, বার্নাট, ভিদাল, অলোনসো, থিয়াগো, মুলার, লোভেনোডস্কি এবং কস্তা। এছাড়া বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন কিংসলে কোমান, জোশুয়া কিমিচ আর মারিও গোতজে।

গোতজে ম্যাচের ৭৯ মিনিটে মাঠে নেমে ৮৯ মিনিটের মাথায় গোল করেন। তাকে গোল করতে সহায়তাকারী কোমান ম্যাচের ৫৯ মিনিটের মাথায় মাঠে নামেন।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।