ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শুরুর অপেক্ষায় ইউরোপা লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
শুরুর অপেক্ষায় ইউরোপা লিগ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রস্তুত লড়াইয়ের মঞ্চ। প্রস্তুত প্রতিদ্বন্দ্বী দলগুলো।

অপেক্ষার প্রহর গুনছেন ফুটবলবোদ্ধারা। সমর্থকদের বহুল কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ এখন নিঃশ্বাস দূরত্বে। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই যে শুরু হচ্ছে উয়েফা ইউরোপা লিগের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্দা উঠছে ৮ মাসব্যাপী ইউরোপিয়ান এই প্রতিযোগিতার। উদ্বোধনী দিন মাঠে নামছে শিরোপা প্রত্যাশী ও গত আসরের রানার্সআপ নিপ্রো, লিভারপুল, নাপোলি, টটেনহাম, সেল্টিক, মোনাকো, লাৎসিও, আয়াক্স এবং বরুসিয়া ডর্টমুন্ড।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর আসরের কারণে প্রায়ই আড়ালে থেকে যায় ইউরোপা লিগ। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। তারকা খেলোয়াড়দের উপস্থিতি, বিগ জায়ান্টদের অধিক অংশগ্রহণের কারণে নবাগত আসরটা আলাদা গুরুত্ব বহন করছে। ফেভারিট ক্লাব এবং তারকা ফুটবলারদের অংশগ্রহণের কারণে টুর্নামেন্টের রোমাঞ্চ রীতিমতো বৃহস্পতির তুঙ্গে।

দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই প্রসঙ্গ। সাধারণত চ্যাম্পিয়নস লিগের টিকিটের সন্নিকটে গিয়ে যারা রিক্ত হস্তে ফিরে এসেছে সেসব ক্লাবের জন্যই মূলত এই আয়োজন।

ইউরোপের বাঘা বাঘা ক্লাবগুলোর অবাধ বিচরণ এ টুর্নামেন্টে যোগ করেছে ভিন্ন মাত্রা। তবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলই এবার ঠাঁই পায়নি আসরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও চার বারের শিরোপাধারী (সর্বোচ্চ) সেভিয়া সুযোগ পেয়েছে চ্যাম্পিয়নস লিগে খেলার। উয়েফার নতুন নিয়মের কারণে ইউরোপা লিগ জয়ীর চ্যাম্পিয়নস লিগযাত্রা।

বরাবরের মতো এবারো ৪৮টি ক্লাবের সমন্বয়ে গ্রুপপর্বের যাত্রা শুরু করবে ইউরোপা লিগ। ১২টি খণ্ডে বিভক্ত হওয়া প্রত্যেক গ্রুপের সেরা দুই দল নকআউট পর্বে (শেষ ৩২) জায়গা পাবে। বাকি ১২ দল টুর্নামেন্টের মাঝপথে অংশগ্রহণ করবে। ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়া সেরা তৃতীয় ৮ দল এই আসরে খেলার সুযোগ পাবে। তাই বলে ওসব দলগুলোকে হেয় করার সুযোগ থাকছে না। সম্ভাব্য শিরোপা প্রত্যাশী ভাবা হয় তাদেরও। কেননা ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়া চেলসি কিন্তু এখানে এসেই দুঃস্মৃতির ক্ষতে প্রলেপ দিয়েছিল, শিরোপা জিতে। ইতিহাসের প্রথম ও একমাত্র দল হিসেবে উয়েফার দুটি শিরোপা জয়ের বিরল দৃষ্টান্ত পশ্চিম লন্ডনের ক্লাবটির ছাড়া আর যে কারো নেই!

প্রিয় ফুটবলার মার্কো রিউস, গঞ্জালো হিগুয়েইন, ফিলিপ কুতিনহো, ম্যাট হ্যামেলস, হ্যারি কেনদের ফুটবলীয় কারুকার্যের জন্যও সমর্থকদের চোখ থাকবে পুরো আসরে। দলের চ্যাম্পিয়নস লিগে জায়গা না পাওয়ার লজ্জা শিরোপা জিতেই ঘুচতে মরিয়া তারা।

২০১৫-১৬ মৌসুম শুরু হয়েছে মাস খানেক হবে। কিন্তু কিছু একটা শূন্যতা বয়ে বেড়াচ্ছেন ফুটবলপ্রেমীরা। আজ থেকে যেন নবাগত মৌসুম রীতিমতো পূর্ণতা পাচ্ছে। সব আসর শুরু, এখন পালা বাজির ঘোড়া বেছে নেওয়ার।

আজকের খেলাঃ
বোঁর্দে-লিভারপুল
টটেনহাম-কারাবাগ
নাপোলি-ক্লাব ব্রুগি
অ্যান্ডারলেখট-মোনাকো
বরুসিয়া ডর্টমুন্ড-ক্রাস্নেদার
নিপ্রো-লাৎসিও
আয়াক্স-সেল্টিক
ফিওরেন্তিনা-বাসেল

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
পিআর/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।