ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিতে ছিটকে গেলেন রাফিনহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ইনজুরিতে ছিটকে গেলেন রাফিনহা ছবি : সংগৃহীত

ঢাকা: রোমার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার চার মিনিটের মধ্যেই ইনজুরি আক্রান্ত হন রাফিনহা। পায়ের লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন ২২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা।

রোমার অলিম্পিকো স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ইভান রাকিটিচের বদলি হিসেবে ‍মাঠে নামেন রাফিনহা। কিন্তু, প্রতিপক্ষের খেলোয়াড় রাদজা নাইঙ্গোলানের মারাত্মক ট্যাকলের শিকার হয়ে ৬৫ মিনিটেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। পরে তার বদলি হিসেবে নামেন হাভিয়ের মাশ্চেরানো।

স্ক্যান রিপোর্টে রাফিনহার লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে। এবার তাকে শল্যবিদের চুরির নিচে যেতে হচ্ছে। দ্রুত সেরে উঠতে খুব শিগগিরই তার ‍অস্ত্রোপচার করা হবে বলে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই রাফিনহার ইনজুরিতে উদ্বেগ প্রকাশ করেন বার্সা কোচ লুইস এনরিক। ‘খুবই মারাত্মক ইনজুরিতে ভুগছে রাফিনহা। আমাদের জন্য এটি বড় ধরনের দুঃসংবাদ। তার ইনজুরি ম্যাচেও প্রভাব ফেলে। খেলোয়াড়দের ছন্দ ব্যাহত হয়। কত দিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। ’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।