ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন হলো ইনস্টিটিউট অব কাবাডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
চ্যাম্পিয়ন হলো ইনস্টিটিউট অব কাবাডি ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত ‘আড়ং ডেইরি ফেডারেশন কাপ মহিলা কাবাডি টুর্নামেন্ট-২০১৫’র ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইনস্টিটিউট অব কাবাডি, যাত্রাবাড়ী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে যাত্রাবাড়ীর ইনস্টিটিউট অব কাবাডি ক্লাব ২৩-২১ পয়েন্টে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।



সেমিফাইনালে ওয়ান্ডারার্স ক্লাব দুটি লোনাসহ ৩৬-১৯ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে এবং ইন্সটিটিউট অব কাবাডি, যাত্রাবাড়ী তিনটি লোনাসহ ৪১-২০ পয়েন্টে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আড়ং এর চীফ অপারেটিং অফিসার ( সিওও) মোহাম্মদ আব্দুর রউফ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।