ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

লিভারপুলের হোঁচট, ডর্টমুন্ডের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
লিভারপুলের হোঁচট, ডর্টমুন্ডের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপা লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল ইংলিশ জায়ান্ট লিভারপুল। ফ্রেঞ্চ ক্লাব বোর্ডেক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল রেডসরা।

অন্যদিকে, রাশিয়ার ক্রাস্নোদারের বিপক্ষে ২-১ গোলের প্রত্যাশিত জয় পায় বুরুশিয়া ডর্টমুন্ড।

বোর্ডেক্সের মাঠে গ্রুপ ‘বি’র ম্যাচটিতে দু’দলের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা। এর ১৬ মিনিট পরই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফেরেইরা জুসির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। বল দখলের লড়াইসহ আক্রমণের দিক থেকে দু’দলই ছিল প্রায় সমানে সমান। কিন্তু, নির্ধারিত সময় শেষে তাদের ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়।

অন্যদিকে, ঘরের মাঠে ক্রাস্নোদারের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও জয়ের জন্য ডর্টমুন্ডকে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ইনজুরি সময়ে দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার জো-হো পার্কের গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়।

এর আগে খেলা শুরুর ১২ মিনিটে ক্রাস্নোদারকে লিড এনে দেন রাশিয়ান মিডফিল্ডার পাভেল মামায়েভ। প্রথমার্ধের যোগ করা সময়ে জয়ের নায়ক পার্কের ক্রসে বুলেট গতির হেডে স্বাগতিকদের সমতায় ফেরান তরুণ জার্মান ডিফেন্ডার মাথিয়াস গিন্টার।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।