ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিসে চ্যাম্পিয়ন-রানার্সআপ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিসে চ্যাম্পিয়ন-রানার্সআপ বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেঙ্গল প্লাস্টিক অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিস প্রতিযোগিতার দুই বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম।



প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও আমেরিকা থেকে ৩৭ জন খেলোয়াড় অংশ নেয়।

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বেঙ্গল প্লাস্টিকের পৃষ্ঠপোষতা ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে ৫-১১ সেপ্টেম্বর ও ১২-১৮ সেপ্টেম্বর পর্যন্ত একক ও দ্বৈত বিভাগের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পপি আক্তার অর্জন করেছে ডাবল ক্রাউন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, টেনিসে দেশের খেলোয়াড়রা সামনে আরও ভালো করবে বলে আশা করি। ফেডারেশন থেকে যে সব খেলোয়াড় তৈরি করা হচ্ছে, জাতীয় দলে তাদের ধরে রাখা যাচ্ছে না। কারণ ওইভাবে তাদের আর্থিক সহযোগিতা করতে পারে না ফেডারেশন।

অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের নিয়ে টেনিস খেলার আয়োজন করা হবে এবং এতে ৩শ শিক্ষার্থী অংশ নেবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বেঙ্গল গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, খেলার মাধ্যমে বাংলাদেশকে কীভাবে সারা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়, তা চিন্তা করেই আমরা খেলার সঙ্গে সম্পৃক্ত হয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফেডারেশনের উপদেষ্টা গোলাম মোর্শেদ, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।