ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বার্সায় নেইমারের চুক্তি নবায়ন হচ্ছে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বার্সায় নেইমারের চুক্তি নবায়ন হচ্ছে না ছবি: সংগৃহীত

ঢাকা: অচিরেই হয়তো বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করবেন নেইমার। কাতালানদের টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজ সেই ইঙ্গিতই দিয়েছেন।

তবে বার্সার সঙ্গে নতুন চুক্তি করার প্রয়োজন আছে বলে মনে করছেন না নেইমারের বাবা নেইমার ডা সিলভা সিনিয়র।

গেল সামার ট্রান্সফার  উইন্ডোতে ব্রাজিলিয়ান অধিনায়ককে দলে ভেড়াতে চেষ্টার ক্রুটি রাখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল ইংলিশ জায়ান্টরা। অবশ্য, নেইমার নিজেই ন্যু ক্যাম্প ছাড়ার গুজব উড়িয়ে দেন।

পরবর্তীতে নেইমারের সঙ্গে ধীর্ঘ মেয়াদি নতুন চুক্তি করার ঘোষণা দেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। এমনটি তিনি ব্রাজিলিয়ান তারকার ন্যু ক্যাম্পে অবসর নেওয়ার আশা প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় এখন চুক্তি নবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এখন সময়ের ব্যাপার মাত্র!

তবে নেইমার বাবা বলছেন ভিন্ন কথা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার বার্সাতেই থাকবে। অদূর ভবিষ্যতে তার ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। কাতালান সমর্থকরা এ ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকতে পারে। তাছাড়া, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতেই আরো তিন বছর সময় বাকি। তাই নতুন করে চুক্তি নবায়ন করার বিষয়ে আমি মোটেও আগ্রহী নই। এর কোনো প্রয়োজন আছে বলেও মনে করছি না। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।