ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

দেশের ম্যাচে জয় পেয়েছেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
দেশের ম্যাচে জয় পেয়েছেন নাদাল ছবি: সংগৃহীত

ঢাকা: ডেভিস কাপে গ্রুপ ওয়ান রেলিগেশন প্লে-অফে দেশের হয়ে কোর্টে নেমেই জয় পেলেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। ডেনমার্কের মিকাইল তোরেগার্ডকে হারিয়েছেন নাদাল।



এ জয়ের ফলে স্পেনকে ১-০'তে এগিয়ে নেন রাফা।

সাম্প্রতিক সময়ে কোনো মেজর শিরোপার স্বাদ না পাওয়া ক্লে কোর্টের রাজা স্প্যানিশ তারকা নাদাল মিকাইলকে হারান সরাসরি সেটে। জয় পান ৬-৪, ৬-৩, ৬-২ গেমে।

টেনিস ক্যারিয়ারের সর্বশেষ দশ বছরে এবারই প্রথম নাদাল কোনো গ্রান্ডস্ল্যাম শিরোপা হাতে নিতে পারেননি। ১৪টি গ্রান্ডস্ল্যামের মালিক বিশ্বের ৯০৯ নম্বর খেলোয়াড়কে হারিয়ে বলেন, বিশেষ করে এ ধরনের সার্ফেসে আমি ইতিবাচক টেনিস খেলি। প্রথম সেটে আমার কিছু সমস্যা হয়। তবে, শেষ পর্যন্ত জিততে পেরেছি বলে ভালো লাগছে।

২৯ বছর বয়সী নাদাল ২০১৩ সাল থেকে ডেভিস কাপে অংশ নেননি। ফলে, জার্মানি, ব্রাজিল আর রাশিয়ার কাছে বিশ্ব টেনিসের গ্রুপ হাতছাড়া করে স্পেন। এ প্রসঙ্গে নাদাল বলেন, গত কয়েক বছর আমি ইনজুরির কারণে ডেভিস কাপে স্পেনের হয়ে অংশ নিতে পারিনি। ফলে, এবার আমাদের দ্বিতীয় বিভাগে থেকে লড়তে হচ্ছে। আমি আশাবাদী চলতি টুর্নামেন্টে দেশকে জেতাতে পারব।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।