ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

হেমন্তকে বাফুফের শোকজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
হেমন্তকে বাফুফের শোকজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অনাকাঙ্খিত চোটের কারণে জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দর্শক হয়েছিলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থের ম্যাচেও ছিলেন না ম্যাচজুড়ে।

খেলেছেন মাত্র ২৫ মিনিট। ইনজুরির ‘অজুহাতে’ বাংলাদেশ ফুটবলের নতুন কোচ ফ্যাবিও লোপেজের ক্যাম্পে যোগ দেননি হেমন্ত। জানা গেছে চোট নিয়েই নাকি অন্যত্র ভাড়ায় খেলছেন মধ্য মাঠের এই সারথী।

বিষয়টা দৃষ্টিগোচড় হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। শুক্রবার হেমন্তকে তাই কারণ দর্শানো নোটিশ না দিয়ে পারল না বাফুফে।
রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচকে সামনে রেখে ক’দিন আগে নতুন কোচ লোপেজের হাতে ৪১ সদস্যের বিশাল তালিকা তুলে দিয়েছেন নির্বাচক কমিটি।

প্রাথমিক বাছাইয়ে নাম আছে হেমন্তরও। চোটের কারণে লোপেজের পাঠশালায় শুরুর দিন অনুপস্থিত ছিলেন তিনি। অপ্রত্যাশিত ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে তাকে চার দিন সময়ও দিয়েছে বাফুফে। অথচ হেমন্ত ইতালিয়ান কোচের তাবুর নীচে না এসে ঘুড়ে বেড়াচ্ছেন অর্থলিপ্সায়। খ্যাপ খেলছেন অন্যত্র। বাফুফের ক্ষুব্ধ হওয়ারই কথা। এর বহিঃপ্রকাশ হিসেবে শুক্রবার হেমন্তকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন বাফুফে।

চিঠি পাওয়ার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে শোকজপত্রের জবাব চাওয়া হয়েছে হেমন্তর কাছ থেকে।


বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘চিঠি পাঠানো হয়েছে। এখনো সে তা হাতে পেয়েছে কি না, সেটা আমাদের একটু দেখতে হবে। কারণ যখন চিঠি সে পাবে, তখন থেকেই ৪৮ ঘণ্টা সময় কাউন্ট হবে। তাঁর চিঠির উত্তরের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে। ’

হেমন্তের খ্যাপকাণ্ডে শাস্তির মাত্রা কেমন হতে পারে প্রশ্নটা ছুঁড়ে দিতেই সোহাগের উত্তর, ‘কেমন শাস্তি হবে এখনই বলা যাচ্ছে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের নির্দিষ্ট নীতিমালা না থাকায় টিম লিডার, ম্যানেজারের সুপারিশের ভিত্তিতে বাফুফে ব্যবস্থা নেবে। ’ শোকজ প্রসঙ্গে হেমন্তর সঙ্গে যোগোযোগের বৃথা চেষ্টাই করা হয়েছে। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং টিম লিডার ইকবাল খানকেও মুঠোফোনে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএসএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।