ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নিজেদের মাটিতেই ধরাশায়ী ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
নিজেদের মাটিতেই ধরাশায়ী ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ৫ ম্যাচে জয় তুলে নিয়ে রীতিমতো উড়ছিল ম্যানচেস্টার সিটি। তবে, আর্সেনাল, লিভারপুলের মতো জায়ান্ট দলকে হারানো ওয়েস্টহাম এবারে ম্যানসিটিকে বধ করেছে।

হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এ ম্যাচে ম্যানসিটির হয়ে নামেন জো হার্ট, সাঙ্গা, অতামেন্ডি, কোলারভ, মানগালা, ইয়াইয়া তোরে, ফার্নান্দিনহো, ডি ব্রুইন, ডেভিড সিলভা, স্টারলিং আর সার্জিও আগুয়েরো। বদলি হিসেবে স্বাগতিকদের হয়ে মাঠে নামেন মার্টিন দেমেসিলিচ, উইলফ্রেড বনিরা।

ম্যাচের প্রথমেই লিড নেয় অতিথি হিসেবে খেলতে নামা ওয়েস্টহাম। এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে অপরাজিত থাকা হ্যামাররা ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয়। দলের হয়ে দিমিত্রি পায়েতের অ্যাসিস্ট থেকে গোল করেন ভিক্টর মোসেস। ইতিহাদের মাঠে এ ম্যাচের আগে একটি লজ্জা সঙ্গী করে নামে ওয়েস্টহাম। কারণ এর আগে এ মাঠে সর্বশেষ তিনম্যাচে কোনো গোলের দেখা পায়নি হ্যামাররা। গোল হজম করে ১০টি।

২০০৭ সালের পর এবারই প্রথম কোনো মৌসুমে নিজেদের সেরাটা দিয়ে খেলছে ওয়েস্টহাম। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করে দলটি। পেদ্রো ওবিয়াংয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন ডিয়াফ্রা সাখো।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল করে ব্যবধান কমায় ম্যানসিটি। ঘরের মাঠে টানা সাতম্যাচ ওয়েস্টহামের বিপক্ষে না হারা সিটিজেনদের হয়ে একমাত্র গোলটি করেন ডি ব্র্রুইন। সার্জিও আগুয়েরোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। সিটিজেনদের দারুণভাবে রুখে দেয় ওয়েস্টহামের ডিফেন্ডাররা। সাড়ে ৫৩ হাজার দর্শকের উপস্থিতিতে নির্ধারিত সময় শেষে মাথা নিচু করে মাঠ ছাড়ে স্বাগতিক হিসেবে নামা ম্যানসিটি।

হারলেও শীর্ষে রয়েছে সিটিজেনরা। ৬ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আ সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ম্যানসিটির পরেই রয়েছে ওয়েস্টহাম।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।