ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

জয়ের ধারায় মিউনিখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
জয়ের ধারায় মিউনিখ ছবি: সংগৃহীত

ঢাকা: কিংসলে কোম্যান ও আরতুরো ভিদালের অভিষেক গোলে ড্রামস্তাদ ৯৮কে ৩-০ ব্যবধানে হারালো বায়ার্ন মিউনিখ। দলের হয়ে অন্যগোলটি করেন সিবাস্তেইন রোদে।



বুন্দাসলিগার নতুন দল ড্রামস্তাদের ঘরের মাঠ স্টেডিয়ন এম বোলিনফ্ল্যাটরে এদিন ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় মিউনিখ। দগলাস কস্তার অ্যাসিস্টে দুর্দান্ত গোল করে দলকে লিড এনে দেন চিলিয়ান স্ট্রাইকার ভিদাল।

খেলার প্রথমার্ধ আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় সফরকারীরা। আর পর পর দুই মিনিটের ব্যবধানে আরো দুটি গোল পায় মিউনিখ। ৬২ ও ৬৩ মিনিটে কোম্যান ও রোদে গোল করে বড় জয় নিশ্চিত করেন।

এ ম্যাচে পর টানা পাঁচ খেলায় অপরাজিত থেকে জয়ের ধারা অব্যাহত রাখলো পেপ দার্দিওলার শিষ্যরা। লিগে এখন পর্যন্ত দলটি শীর্ষে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।