ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

স্বদেশীর পা ভাঙলেন তেভেজ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
স্বদেশীর পা ভাঙলেন তেভেজ (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচে কার্লোস তেভেজের মারাত্মক ট্যাকলের শিকার হয়েছেন এজেকুয়েল হাম। তরুণ এ আর্জেন্টাইন মিডফিল্ডারের পা-ই ভেঙে  গেছে।

তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য ভীষণভাবে মণঃক্ষুন্ন তেভেজ।

এ মৌসুমেই জুভেন্টাস ছেড়ে শৈশবের ক্লাবে পাড়ি জমান তেভেজ। তার জোড়া গোলের (৪৫+১, ৫৪ মিনিট) সুবাদে আর্জেন্টিনোস জুনিয়রসের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় বোকা জুনিয়রস। শেষ মুহূর্তে দলের হয়ে তৃতীয় গোলটি করেন উদীয়মান আর্জেন্টাইন স্ট্রাইকার জোনাথন ক্যালেরি। অন্যদিকে, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটিই করেন হাম।

সতীর্থের দেয়া লক্ষভ্রষ্ট পাস থেকে বল দখলে নিতে গিয়ে হামের পায়ে আঘাত করেন তেভেজ। অবশ্য তিনি ইচ্ছাকৃতভাবে ট্যাকল করেননি। ফিফটি-ফিফটি চান্সের বল রিসিভ করতে গিয়েই বিপত্তি ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মাঠ ছাড়েন হাম। তার বদলি হিসেবে নামেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো গ্যালিগো।

এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমি হামকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি। সঠিক জায়গায় পাস না পেয়ে অনেকটা রাগান্বিত হয়েই বল রিসিভ করার চেষ্টার করি। ওই সময় মুখোমুখি অবস্থায় সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ট্যাকল হয়। তার পায়ে টাচ লাগার পরই বুঝতে পারি যে আমি ভুল করেছি। আমার সঙ্গে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। অতি সত্ত্বর হামের সঙ্গে দেখা করে তার কাছে দুঃখ প্রকাশ করব। ’



বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।