ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

কাবাডি খেলোয়াড় নিহতের সংখ্যা বেড়ে ৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
কাবাডি খেলোয়াড় নিহতের সংখ্যা বেড়ে ৯ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উড়িষ্যা প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৯ জন কাবাডি খেলোয়াড় নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



শনিবার (১৯ সেপ্টেম্বর) সুন্দরগড় জেলায় একটি মিনি ট্রাকে করে যাওয়ার পথে স্থানীয় কাবাডি খেলোয়াড়রা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। ব্রিজের ওপর থাকা অবস্থায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরো পাঁচজন মারা যান।

পুলিশ জানায়, একটি টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে ট্রাকযোগে সেন্দাপুর গ্রাম থেকে সুয়ারাপল্লী গ্রামে ফিরছিলেন কাবাডি খেলোয়াড়রা। কিন্তু, লাহুনিপাড়া-বাহারাপোসি সড়কে ব্রিজের ওপর এসে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। এরা হলেন অবিরাম কালো (৫০), ধরণিধার নায়ক(৬০), চন্দ্র শেখর প্রধান (১৮), উমেশ কিশান (২৫) ও গৌরি চন্দ্র কিশান (২৫)। এর মধ্যে প্রথম তিনজন সেন্দাপুর গ্রামের ও বাকি দু’জন সাঙ্গোপিনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক মৃত্যু ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

** ভারতে সড়ক দুর্ঘটনায় ৮ কাবাডি খেলোয়াড় নিহত

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।