ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন হালিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন হালিম ছবি: সংগৃহীত

ঢাকা: মাথায় বল রেখে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো আব্দুল হালিম এবার নতুন বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছেন। অক্টোবরে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন একটি রেকর্ড গড়ার প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমে।

আর নতুন রেকর্ড গড়তে অনেক দিন ধরেই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান তিনি।

এই রেকর্ড গড়ার ক্ষেত্রে আব্দুল হালিমকে পৃষ্ঠপোষকতা করবে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এর আগে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের ব্যানারে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড নিজের নাম অন্তর্ভূক্ত করেছিলেন তিনি। ২০১২ সালের জানুয়ারি মাসে সেটার স্বীকৃতিও পান হালিম।

২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে নতুন বিশ্ব রেকর্ড গড়া হালিম এবার আরো বড় কিছু করে বিশ্ব রেকর্ড গড়ার নিমিত্তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

তবে, ঠিক কোন কাজটি করে বিশ্বরেকর্ডে নাম লেখাবেন সেটি পরিস্কার করে জানাননি হালিম। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কোন বিষয়ে এবার নতুন বিশ্ব রেকর্ড গড়ব সেটা এখনই বলতে চাচ্ছি না। তবে আগামী মাসে ইনশাল্লাহ সেটা জানতে পারবেন। তখন সবাইকে আমন্ত্রণ করে জানাবো। তবে আমি যে রেকর্ডটি গড়ব সেটার জন্য সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব পাশের রাস্তাটি প্রয়োজন হবে। ওই জায়গাটি ছাড়াও সম্ভব। কিন্তু ওটা হলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। আশা করছি রাস্তাটি ব্যবহার করার সুযোগ পাব আমি। ’

নতুন বিশ্ব রেকর্ড গড়ার জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছেন হালিম। তবে উৎসুক মানুষের অতিউৎসাহ তার অনুশীলনে বিঘ্ন ঘটাচ্ছে জানিয়ে হালিম বলেন, ‘দেখুন, আমি নতুন রেকর্ডটি গড়ার জন্য কঠোর অনুশীলন করছি। কিন্তু মানুষের যন্ত্রণার কারণে আমার অনুশীলনে সমস্যা হচ্ছে। যশোরের যেখানে অনুশীলন করছি সেখানে প্রচুর মানুষ ভীড় করে। তারা আমার অনুশীলনের ছবি তোলে, ভিডিও করে। আমি তাদের হাতে-পায়ে পর্যন্ত ধরেছি। অনুরোধ করেছি ছবি না তুলতে। ভিডিও না করতে। তারপরও তারা সেটা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো শেয়ার দেওয়া হলে অনলাইনের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের মানুষ সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাবে। তারাও প্রস্তুতি নিয়ে আমার রেকর্ড গড়াটা নষ্ট করে দিতে পারে। কিন্তু কেউ আমার অনুরোধ শোনে না। বিষয়টি খুব খারাপ লাগে। ’

সবার কাছে দোয়া চেয়ে ৪০ বছর বয়সী আব্দুল হালিম বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন বিশ্ব রেকর্ডটি গড়ে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করতে পারি। যদিও আমার যে বয়স সে বয়সীদের জন্য এই রেকর্ডটি নয়, রেকর্ডটি বাংলাদেশের তরুণদের গড়া উচিত। কিন্তু আমি গড়ে তাদের উৎসাহিত করতে চাই। ’

মাথায় বল নিয়ে ১১.১২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মালয়েশিয়ার ই মিং লু। তার সেই রেকর্ড ভাঙতে ২০১১ সালের ২২ অক্টোবর হালিম ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাথায় বল নিয়ে টানা ১৫ দশমিক ২ কিলোমিটার হাঁটার ভিডিও দৃশ্য ধারণ করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জমা দেন। গিনেস কর্তৃপক্ষ সে বছরের ৩ নভেম্বর ভিডিও ফুটেজটি পায়। এগুলো পর্যবেক্ষণ করে তারা ১৩ জানুয়ারি হালিমের বিশ্ব রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে। পরে ২৪ জানুয়ারি গিনেসের ওয়েবসাইটে সংযুক্ত হয় হালিমের নাম। বিশ্বজয়ের স্বীকৃতির সনদ হালিম হাতে পান ৩১ জানুয়ারি।

আব্দুল হালিমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ফুটবলের প্রতি আকৃষ্ট হন। ফুটবল নিয়ে তিনি প্রায় অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।