ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউর জয়ের রাতে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ম্যানইউর জয়ের রাতে লিভারপুলের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড প্রত্যাশিত জয় পেলেও হোঁচট খেয়েছে লিভারপুল। রোববারের (২০ সেপ্টেম্বর) ম্যাচে সাউদাম্পটনকে ৩-২ গোলে ম্যানইউ ও  নরউইচ সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল রেডসরা।



সেন্ট ম্যারি’স স্টেডিয়ামে সাউদাম্পটনের হয়ে গ্রাজিয়ানো পেলে ও ম্যানইউর হয়ে অ্যান্তোনি মার্শাল জোড়া গোল করেন। খেলা শুরুর ১৩ মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার পেলের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৪ মিনিটে রেড ডেভিলসদের সমতায় ফেরান মার্শাল। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় জোড়া গোল পূরণ করেন মার্শাল। এ মৌসুমেই ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়ে যেন প্রতিনিয়তই নিজের জাত চেনাচ্ছেন ফ্রান্সের ১৯ বছর বয়সী এ তরুণ স্ট্রাইকার। ৬৮ মিনিটে ম্যানইউর হয়ে তৃতীয় গোলটি করেন স্প্যানিশ তারকা হুয়ান মাতা। নির্ধারিত সময়ের চার মিনিট আগে পেলে একটি গোল পরিশোধ করলেও দলের হার এড়াতে পারেননি।

অন্যদিকে, ঘরের মাঠে নরউইচের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয় লিভারপুল। অ্যানফিল্ডে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। ৪৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইংলিশ স্ট্রাইকার ড্যানি ইঙ্গসের গোলে লিড নেয় স্বাগতিকরা।

তবে ৬১ মিনিটে নরউইচকে সমতায় ফেরান ডিফেন্ডার রাসেল মার্টিন। এরপর আর জালের ঠিকানা খুঁজে পায়নি মিলনার-স্টারিজ-কুতিনহোরা। তাই ম্যাচ শেষে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

জয়ের ফলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো ম্যানইউ। ছয় ম্যাচ শেষে চার জয়, এক ড্র ও এক পরাজয়ে রেড ডেভিলসদের সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে আট পয়েন্টে ১৩ নম্বরে লিভারপুল। মাত্র দুই ম্যাচে জয় পায় অল রেডসরা। পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।