ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মরিনহো-ওয়েঙ্গার দ্বন্দ্বের অবসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
মরিনহো-ওয়েঙ্গার দ্বন্দ্বের অবসান ছবি: সংগৃহীত

ঢাকা: এবার বোধ হয় হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারের মধ্যকার শীতল সম্পর্কের অবসান ঘটবে। অতীতে দু’জনের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হলেও বর্তমান প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন।

এ বছর বিভিন্ন সময়ে ওয়েঙ্গারের প্রতি প্রশংসাবাক্য ছোঁড়েন মরিনহো।

দীর্ঘ ১৯ বছর ধরে আর্সেনালের কোচের দায়িত্ব পালন করছেন ওয়েঙ্গার। তার রেকর্ডের কথা তুলে ধরেন মরিনহো। আর্সেনালের বর্তমান দলটির প্রত্যেকের জন্য স্ট্যামফোর্ড ব্রিজের দরজা খোলা থাকবে বলেও জানান চেলসি কোচ। পর্তুগিজ কোচের মতে, গানারদের যে স্কোয়াড রয়েছে তাতে করে প্রতি মৌসুমেই তাদের লিগ চ্যাম্পিয়ন হওয়া উচিৎ।

এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমি আর্সেনালের প্রতিটি খেলোয়াড়কে পছন্দ করি। তাদের দলের কেউ যদি ক্লাব ছাড়তে চায়, তবে প্রত্যেককেই চেলসিতে আনার চেষ্টা করব। আমি মনে করি, আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার মতো স্কোয়াড রয়েছে। প্রতি মৌসুমেই তা সম্ভব। ’

২০০৩-০৪ মৌসুমের পর ইংলিশ লিগের শিরোপা খরায় ভুগছে অার্সেনাল। তবে মরিনহোর বিশ্বাস, অচিরেই হয়তো লিগ শিরোপা পুনরুদ্ধার করবে গানাররা। তবে এ মৌসুমের শুরুটা তাদের খুব একটা ভালো হয়নি। এখন পর্যন্ত ছয় ম্যাচে তিনটি জয়ের বিপরীতে একটিতে ড্র ও বাকি দুই ম্যাচে হার মানে ওয়েঙ্গারের শিষ্যরা।

এদিকে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) চলতি মৌসুমের প্রথম দেখায় আর্সেনালকে ২-০ গোলে হারায় চেলসি। অবশ্য, ৪৫+১ মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েল পাওলিস্তা ও ৭৯ মিনিটে মিডফিল্ডার সান্তি কাজোরলার লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে আগামী বছরের ২৩ জানুয়ারি ফিরতি পর্বের ম্যাচে স্বাগতিক আর্সেনালের ‍মুখোমুখি হবে চেলসি, মুখোমুখি হবেন মরিনহো-ওয়েঙ্গার।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।