ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

পিরলো-ডেভিড ভিয়া-ল্যাম্পার্ডের নামে বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
পিরলো-ডেভিড ভিয়া-ল্যাম্পার্ডের নামে বাস ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ছেড়ে এ মৌসুমে মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক সিটিতে নাম লিখিয়েছেন ইতালির জার্সি গায়ে ১১৬ ম্যাচ খেলা আন্দ্রে পিরলো। ৩৬ বছর বয়সী এ তারকাকে সম্মান জানাতে শহরে 'রাইড অব ফেইম' এর উদ্যোগে দোতলা বাস উদ্বোধন করা হয়েছে।

বাসের নাম দেওয়া হয়েছে ‘আন্দ্রে পিরলো বাস’।

শুধু পিরলোই নন, 'রাইড অব ফেইম' মেজর লিগ সকারে যোগ দেওয়া ডেভিড ভিয়া এবং ফ্যাঙ্ক ল্যাম্পার্ডের সম্মানেও দোতলা বাস চালু করেছে। তিন তারকাই নিজ নিজ নামের বাসগুলোর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

২০০৬ সালের বিশ্বকাপ জয়ী পিরলোর নামে চালু করা বাসটির সামনে তার ছবির একটি ব্যানারও টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। বাসের প্রতিটি আসনেই রয়েছে তার ছবিসহ নাম। সামাজিক যোগাযোগের মাধ্যমে পিরলো নিজের নামে বাস চালু প্রসঙ্গে জানান, এটা আমার জন্য দারুণ গর্বের একটি বিষয়। বাস উদ্বোধনের দিনটি ছিল আমার জন্য বিশেষ একটি দিন।

'রাইড অব ফেইম' এর দোতলা বাসগুলো মূলত পর্যটন বাস। খোলা ছাদের দোতলা বাসে পর্যটকদের নিউইয়র্ক শহরের দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেয় 'রাইড অব ফেইম'। তারকা কিংবা বিখ্যাত ব্যক্তিদের নামে ২০১০ সাল থেকে শুরু হয় 'রাইড অব ফেইম' এর এ বিশেষ উদ্যোগে। এখন পর্যন্ত গত পাঁচ বছরে ৪৪টি সেলিব্রেটি বাস উদ্বোধন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।