ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন্স লিগে থাকছেন না যে তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগে থাকছেন না যে তারকারা ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো মাঠে নামছে ইউরোপিয়ান ফুটবলের জায়ান্ট দলগুলো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের দ্বিতীয় রাউন্ডে ২৯ অক্টোবর রাতে মাঠে নামবে ১৬টি দল, পরের দিন নামবে আরও ১৬টি দল।

তবে, দলগুলোর কয়েকজন ফুটবলার দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ খেলায় মাঠে নামতে পারবেন না। চোট সমস্যা আর নিষেধাজ্ঞার খড়গে পড়ে থাকছেন না লিওনেল মেসি, অলিভার জিরুদ, গ্যারেথ বেল আর মারিও মান্দজুকিচের মতো সেরা তারকারা।

বার্সেলোনা-বায়ার লেভারকুজেন:
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে লড়তে হবে বায়ার লেভারকুজেনের বিপক্ষে। নিশ্চিতভাবেই এ ম্যাচে থাকছেন না বার্সার সুপারস্টার লিওনেল মেসি। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় প্রায় দুই মাসের জন্য দর্শক হয়ে থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে। এছাড়া কাতালান দলটিতে অনুপস্থিত থাকবেন ইনজুরিতে ছয় মাসের জন্য ছিটকে পড়া রাফিনহা। ঘাড়ের চোটের কারণে আরও থাকছেন না জরদি আলবা এবং থমাস ভারমায়েলন ও গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভোকেও মিস করবে কাতালানরা।

লেভারকুজেনের হয়ে মাঠে নামতে পারবেন না চার্লস আরানগুয়েজ। উরুর চোটে থাকবেন না উমর তোপরাক ও টিন জেভাজ। আর হাঁটুর ইনজুরি ছিটকে দিয়েছে রবার্তো হিলবার্টকে।

রোমা-বাতে:
রোমার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড মিস করবেন উরুর ইনজুরিতে পড়ে একমাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়া ফ্রান্সিসকো টট্টি। আরও থাকছেন না হাঁটুর সমস্যায় ভোগা এডেন জেকো।

বায়ার্ন মিউনিখ-ডাইনামো:
জার্মান জায়ান্ট বায়ার্নের হয়ে ইনজুরি কাটিয়ে সম্প্রতি ডাচ তারকা আরিয়েন রোবেন ফিরলেও ফ্রাঙ্ক রিবেরি অ্যাঙ্কেল ইনজুরিতে চ্যাম্পিয়ন্ন লিগের আসন্ন ম্যাচে খেলতে পারবেন না।

আর্সেনাল-অলিম্পিয়াকোস:
গত ম্যাচে ডাইনামোর বিপক্ষে লাল কার্ড দেখা আর্সেনালের তারকা অলিভার জিরুদকে এ ম্যাচে পাচ্ছেনা গানাররা। দীর্ঘ সময়ের জন্য ইনজুরিতে ছিটকে পড়েছেন ড্যানি ওয়েলব্যাক আর জ্যাক উইলশায়ার। লিয়েস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে পড়েছেন ম্যাথিউ ফ্লামিনি।

চেলসি-পোর্তো:
ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির হয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে হাঁটুর ইনজুরিতে পড়া গোলরক্ষক থিবাউট কোরতোইসকে। তবে, ব্লুজদের হয়ে ঘরোয়া লিগে নিষেধাজ্ঞা পাওয়া দিয়েগো কস্তা মাঠে নামতে পারেন। এদিকে, পোর্তোর হয়ে দর্শক হয়ে থাকতে হবে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়া আন্দ্রে সিলভাকে।

ভ্যালেন্সিয়া-লিওন:
ভ্যালেন্সিয়ার জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে হাঁটুর ইনজুরিতে পড়া গোলরক্ষক ম্যাথিউ রায়ান। এছাড়া দলের হয়ে খেলতে পারবেন না হ্যামসট্রিংয়ের চোটে ভুগতে থাকা হোসে গায়া।

রিয়াল মাদ্রিদ-মালমো:
স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে সাইডলাইনে বসে থাকতে হতে পারে লা লিগার সর্বশেষ ম্যাচে ইনজুরির কারণে না থাকা গ্যারেথ বেল, সার্জিও রামোস আর জেসেকে। এদিকে, দীর্ঘ সময়ের জন্য কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ (হাঁটুর ইনজুরি) এবং পেপে (মাসলের আঘাত) দলের বাইরে ছিটকে পড়েছেন।

পিএসজি-শাখতার:
ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজির হয়ে দ্বিতীয় রাউন্ড মিস করতে যাচ্ছেন ভ্যান ডার উইলি।

ম্যানচেস্টার ইউনাইটেড-উলফসবার্গ:
ইংলিশ ফেভারিট ম্যানইউয়ের হয়ে পা ভেঙে মৌসুম শেষ হয়ে যাওয়া লুক শ নিশ্চিতভাবেই থাকছেন না। আরও থাকছেন না হ্যামসট্রিংয়ের সমস্যায় পড়া ডিফেন্ডার মার্কোস রোহো।

অ্যাতলেতিকো মাদ্রিদ-বেনফিকা:
দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোর হয়ে এ ম্যাচে মাঠে থাকছেন না কোকে। বেনফিকার হয়ে থাকতে পারবেন না জুলিও সিজার।

ম্যানচেস্টার সিটি-বরুশিয়া:
ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি আশাবাদী এ ম্যাচে মাঠে নামাতে পারবেন ডেভিড সিলভাকে। তবে, তিনি সংশয়ে রয়েছেন জো হার্ট এবং ভিনসেন্ট কোম্পানিকে নিয়ে।

জুভেন্টাস-সেভিয়া:
গতবারের রানার্সআপ জুভেন্টাসের হয়ে মাঠে নামতে পারেন সামি খেদিরা। তবে, মারিও মান্দজুকিচকে পাচ্ছেনা জুভিরা। উরুর ইনজুরি তাকে তিন সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে। সেভিয়ার বিপক্ষে এ ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন ক্লদিয়ো মারচিশিয়ো।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।