ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
শুরু হচ্ছে ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং আইডাব্লিউআইসিএ চেস স্কুল ঢাকার পৃষ্ঠপোষকতায় ‘আইডাব্লিউআইসিএ ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের’ চূড়ান্ত পর্বের খেলা আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ৩টা হতে দাবা কক্ষে শুরু হবে।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় দাবা কক্ষে অনুষ্ঠিত হবে।



সরাসরি ৪ জন এবং বাছাইপর্ব হতে ৮ জনসহ মোট ১২জন খেলোয়াড় রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশ নেবেন।

সরাসরি সুযোগ প্রাপ্তরা হলেন গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, জাতীয় মহিলা রানার-আপ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন।

বাছাইপর্ব হতে উন্নীত খেলোয়াড়রা হচ্ছেন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, সামিহা শারমীন সিম্মী, ঝর্না বেগম, ফাতেমা-তুজ-জোহরা শ্রাবনী, তানজিনা আক্তার তানি, সুমাইয়া খন্দকার ও আফরিন জাহান মুনিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।