ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নড়িয়া কিশলয়কে হারিয়ে শরীয়তপুর চ্যাম্পিয়ন

শরীয়তপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
নড়িয়া কিশলয়কে হারিয়ে শরীয়তপুর চ্যাম্পিয়ন

শরীয়তপুর: শরীয়তপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় শরীয়তপুর বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।



ফাইনালে শরীয়তপুর একাদশ বনাম নড়িয়া কিশলয় ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। খেলায় শরীয়তপুর একাদশ ২-০ গোলে নড়িয়া কিশলয় ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ এর সংসদ সদস্য বিএম মুজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. নাভানা আক্তার, জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার।

গত ২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন জেলার ১৩টি দল অংশ নেয়।

চ্যাম্পিয়ন শরীয়তপুর একাদশের টিম ম্যানেজার সাইফুর রহমান রাজ্জাক মোল্লার হাতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর  চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিএম মোজাম্মেল হক এমপি। খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেন নাইজেরিয়া থেকে আগত শরীয়তপুর একাদশের খেলোয়ার সামচু।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।