ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

মেসির অভাব টের পাচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মেসির অভাব টের পাচ্ছেন নেইমার

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে প্রায় দু’মাস মাঠের বাইরে থাকবেন লিওনেল মেসি। এরই মধ্যে তিনি বায়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি মিস করেছেন।

অবশ্য, ২-১ গোলের কষ্টার্জিত তুলে নেয় বার্সেলোনা। সে যাই হোক, মেসির অনুপস্থিতি কিন্তু হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছেন নেইমার।

মেসির অভাবটা যে গোটা বার্সা টিমকে ভুগিয়েছে তা নেইমারের কথাতেই স্পষ্ট। ‘বায়ার লেভারকুসেনের বিপক্ষে মেসির ‍না থাকাটা দলের সবাই অনুভব করেছে। ম্যাচে এর প্রভাব পড়ে। সে দলের জন্য অপরিহার্য। তাই মাঠে তার অনুপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। ’

ব্রাজিলিয়ান সেনসেশন উল্লেখ করেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোতেও সে সমান পারদর্শী। তার মতো খেলোয়াড়ের ‍অভাবটা আমরা ভালোভাবেই টের পাচ্ছি। তবে ম্যাচ জয়ের পর সে ড্রেসিংরুমে সবাইকে অভিনন্দন জানিয়ে উৎসাহিত করে। ’

উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভোগেন মেসি। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় তিনি মাঠ ছাড়েন। বাঁম হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ার আর্জেন্টাইন তারকাকে অন্তত ৭-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

অন্যদিকে, মেসির পর ইনজুরি আক্রান্ত হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। লেভারকুসেনের বিপক্ষে তিনি ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগেন। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার। পুরোপুরি ফিটনেস ফিরে পেতে এক মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।