ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর ৫০১, রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
রোনালদোর ৫০১, রিয়ালের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে এ ম্যাচে রেকর্ড গড়েন রোনালদো।

নিজের ৫০০তম গোলের মাইলফলক পার করার পাশাপাশি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।

ম্যাচের শুরুর একাদশে রিয়ালের হয়ে মাঠে নামেন কেইলর নাভাস, কারভাজাল, নাচো, রাফায়েল ভারানে, আরবেলোয়া, কোভাচিচ, ক্যাসেমিরো, টনি ক্রুস, ইসকো, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন। মাঝে স্প্যানিশ লিগের তিনটি ম্যাচ খেললেও কোনো গোলের দেখা পাননি তিনি। তবে, এ ম্যাচে যেন সেখান থেকেই শুরু করলেন, যেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করেছিলেন। ম্যাচের ২৯ মিনিটে গোল করেন রিয়াল তারকা। ফলে, ১-০ গোলের লিড নেয় স্প্যানিশরা।

২৯তম মিনিটে ইসকোর অ্যাসিস্ট থেকে গোল করেন রোনালদো। পর্তুগিজ অধিনায়ক এ গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৫০০তম গোলের দেখা পেলেন। ক্লাব ও দেশের জার্সি গায়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি রোনালদো।

ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করতে পারত রিয়াল। জার্মান ক্লাব লেভারকুজেনের সাবেক তারকা কারভাজালের দারুণ একটি সুযোগ নষ্ট হওয়ায় প্রথমার্ধে রোনালদোর একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর আক্রমণ আর পাল্টা-আক্রমণে খেলা গড়াতে থাকে। মধ্যমাঠ কেন্দ্রিক হয়ে পড়ে ম্যাচটি। ছোট ছোট পাসে রিয়ালের ডিফেন্সকেও নাড়িয়ে দিতে থাকে সমতায় ফেরার চেষ্টায় থাকা মালমোর ফুটবলাররা।

ম্যাচের ৬৮ মিনিটে ফরাসি তারকা বেনজেমাকে তুলে নিয়ে রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ মাঠে পাঠান লুকা মদ্রিচকে।

৭৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় মালমো। ৩৬ মিনিটের মাথায় একবার হলুদ কার্ড পাওয়া স্বাগতিকদের খেলোয়ার ইউসুমার ইউতুন ম্যাচের ৭৮ মিনিটে আরকবার লাল কার্ড দেখলে মাঠে বাইরে বেড়িয়ে যেতে হয় তাকে।

ম্যাচের ৯০ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে রোনালদো। বদলি হিসেবে খেলতে নামা ভারকুয়েজের অ্যাসিস্ট থেকে ৫০১তম গোলটি করেন সিআর সেভেন খ্যাত পর্তুগিজ তারকা। আর এ গোলের ফলে রিয়ালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসের ৩২৩ গোলের পাশে গিয়ে নাম লেখালেন রোনালদো।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে রোনালদোর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।