ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

এক ম্যাচে দু’টোই করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এক ম্যাচে দু’টোই করলেন রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো / ছবি: সংগৃহীত

ঢাকা: পেশাদার ফুটবলে ৫০০ গোলের মাইলফলক ছুঁতে মাত্র এক গোল দরকার ছিল রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। দুই গোল দরকার ছিল রিয়ালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসতে।

দুটিই করেছেন সিআর সেভেন। মালমোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করে ফুটবল ক্যারিয়ারে ৫০১ গোল ছুঁয়েছেন তিনি, রাউলের পাশেও বসেছেন তিনি, পাশাপাশি টানা দুই ম্যাচে চলতি চ্যাম্পিয়ন্স লিগের আসরে জিতিয়েছেন রিয়ালকে।

ছয় বছর আগে লা গ্যালাকটিকোদের দলে নাম লিখিয়ে এরই মধ্যে স্প্যানিশ লা লিগায় রিয়ালের পক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। যদিও সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেজকে টপকাতে পারছিলেন না। ৩২৩ গোল করা রাউলের পাশে রিয়ালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসতে পর্তুগিজ তারকার গোল দরকার ছিল দুটি। পূরণ করেছেন দুটি গোলের সেই কোটা।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পর স্প্যানিশ লা-লিগায় রোনালদো তিন ম্যাচ খেলেছেন। কিন্তু গত তিন ম্যাচে পেতে পেতেও পাওয়া হচ্ছিল না আরাধ্য সেই গোল। ২০০২ সালে ক্যারিয়ার শুরুর পর ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে এ ম্যাচের আগে পর্যন্ত তার গোল সংখ্যা ছিল ৪৯৯টি।

গত ১২ সেপ্টেম্বর লা লিগায় রোনালদোর পাঁচ গোলে এসপানিওলকে ৬-০তে উড়িয়ে দিয়েছিল রিয়াল। চারদিন পর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই শাখতার দোনেস্কের বিপক্ষে ম্যাজিক দেখানো রোনালদো করেছিলেন হ্যাটট্রিক। তবে, গত শনিবার মালাগার বিপক্ষে ১৪টি শট নিয়েও কোনো গোল আদায় করতে পারেননি রোনালদো।

মালমোর বিপক্ষে সব কিছু পুষিয়ে নিতে জোড়া গোল করতে ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল করেন রোনালদো। আর দ্বিতীয় গোলটি করতে সময় নেন আরও প্রায় এক ঘণ্টা। ৯০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

পর্তুগালের হয়ে রোনালদো ১২২ ম্যাচে করেছেন ৫৫ গোল। ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদরে হয়ে গোল করেছেন ৪৪৬টি। ম্যানইউতে তার গোলসংখ্যা ২৯২ ম্যাচে ১১৮টি। রিয়ালের হয়ে করেছেন ৩২৩টি গোল। সাবেক ক্লাব স্পোর্টিং সিপির হয়ে করেন ৫ গোল।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।