ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

জুভিদের জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
জুভিদের জয়রথ ছুটছেই ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচেই প্রত্যাশিত জয় পেল জুভেন্টাস। ঘরের মাঠে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে গত আসরের রানার্সআপরা।

পয়েন্ট টেবিলেও শীর্ষে অবস্থান করছে জুভিরা। অন্যদিকে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বুরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেলেও এ ম্যাচে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।

জুভেন্টাস স্টেডিয়ামে লিড নিতে স্বাগতিকদের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। দলের হয়ে গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালিয়ান জায়ান্টরা।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল কৌশলে প্রতিপক্ষের রক্ষণভাগ ব্যস্ত রাখে জুভিরা। তবে ফিনিশিং দুর্বলতায় স্বাগতিকরা বড় ব্যবধানের জয় নিশ্চিত করতে ব্যর্থ হয়। অন্যদিকে, পুরো ম্যাচে গোলমুখে মাত্র একটি শট নেয় সেভিয়া।

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে জুভিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইতালিয়ান স্ট্রাইকার সিমোন জারা। এরই সঙ্গে সেভিয়ার সমতায় ফেরার লক্ষ্যটাও ভেস্তে যায়। ম্যাচ শেষে তাই কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়েন পগবা-কুয়াদরাদো-হার্নানেসরা।

আগামী ২১ অক্টোবর (বুধবার) গ্রুপ ‘ডি’র পরবর্তী ম্যাচে জার্মান ক্লাব মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।