ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ব্লাটারের পর প্লাতিনিও বরখাস্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ব্লাটারের পর প্লাতিনিও বরখাস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে তিন মাসের জন্য বরখাস্ত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর আগে সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়।



সুইস পুলিশের দুর্নীতি তদন্তের স্বার্থে ফিফার ইথিক্স কমিটি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ফিফার মহাসচিব জেরম ভালকে ৯০ দিন ও ভাইস প্রেসিডেন্ট চুং মং জুন ছয় বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন।

গত মাসে ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে সুইস অ্যাটর্নি জেনারেল অফিস। ফৌজদারী তদন্ত শুরু করার পর ফিফার এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে। বুধবার (০৭ অক্টোবর) কমিটি ব্লাটারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

ফুটবলে গত দেড় যুগ ধরে রাজত্ব চালিয়েছেন ৭৯ বছর বয়সী ব্লাটার। ১৯৯৮ সালে ফিফা সভাপতির দায়িত্ব প্রাপ্তির পর থেকেই নানা রকম দুর্নীতির অভিযোগে বারবার অভিযুক্ত হন তিনি। তার নামে অর্থ আত্মসাৎ, ভুল ব্যবস্থাপনা ইত্যাদি নানা অভিযোগ ওঠে।

সুইস কর্তৃপক্ষ ব্লাটারের নামে অভিযোগ আনে, ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন তিনি। ব্লাটারের সঙ্গে নাম জড়িয়েছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনির। অভিযোগে বলা হয় ব্লাটারের সঙ্গে অবৈধ উপায়ে প্লাতিনি অর্থ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮,২০১৫
আরএম

** বরখাস্তই হলেন সেপ ব্লাটার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।